আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে

I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE আজ অনেকদিন পর আবার তোমাকে লিখছি। অনেকদিন পর লিখছি বলে যে অনেকদিন পর মনে পড়ছে খুব এমনটা নয়। প্রতিদিনই একটা বড় সময়জুড়ে কেবল তুমি থাকো। যখন যা-ই করি না কেন, সবসময়ই মনের এক কোণে তোমার কথা সবসময় উজ্জ্বল হয়ে থাকে। আর সেইসঙ্গেই একটা সময় থাকে পুরো আলাদা।

যেই সময়টা আমি কেবল তোমাকে নিয়ে ভাবি। আর কিছু ভাবি না। আমি আশায় আশায় ছিলাম তুমি আবার ফোন করবে। আবার কথা বলবে। কিন্তু তুমি আর ফোন করোনি।

করতে ইচ্ছে করেনি তাই করো নি নাকি ইচ্ছে করলেও সেটা চেপে রেখেছো তা বোঝার সাধ্য হলো না। তবে যদি দ্বিতীয়টা সঠিক হয়, তাহলে ভুল করলে। আমি সবসময়ই তোমার জন্য অপেক্ষা করে থাকি। তুমি যদি আমার কাছে কেবল বন্ধু হিসেবেও ফিরে আসতে চাও, আমি তবুও তোমাকে স্বাগত জানাবো আমার কাছে। আমার মনে পড়ে, তুমি বলেছিলে, তোমার কথা বলার কেউ নেই।

দুঃখ শেয়ার করার কেউ নেই। তাই তুমি মধ্যরাতে ফোন দিয়েছিলে আমাকে। আমি মনে মনে বলেছি, কেউ না থাকলেও আমি আছি। আর আমি সত্যিই আছি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি মন থেকে।

তোমাকে চাই আমার পাশে। কিন্তু তুমি যদি আমাকে কেবল একজন বন্ধু হিসেবেও চাও, তবুও আমি খুশি মনে তোমাকে সঙ্গ দেবো। কারণ তুমি আমার জীবনের সবচেয়ে সেরা বন্ধু ছিলে। আর সবসময়ই তুমিই সেরা থাকবে। এ ব্যাপারে কখনো যেন সন্দেহের স্থান দিও না।

অনেক কথা বলার আছে কিন্তু এখন আর কথা গুছিয়ে বলতে পারি না। চুপ থাকতে থাকতে এখন গোছানো কথা ভুলে গেছি। তুমি বলতে, আমি কথা খুব গুছিয়ে বুঝিয়ে বলতে পারি যেটা তোমার ভালো লাগতো। এখন তুমি ফিরে আসলে বোধহয় সেই গুণটা আর পাবে না। কিন্তু সেইসব জিনিস যেগুলো তোমার ভালো লাগতো, তুমি আবার নতুন করে শুরু করলে সেইগুলো আবার ফিরিয়ে আনবো, এই কথা আমি তোমাকে দিতে পারি।

বদলাবার প্রশ্ন এনো না। মানুষ চাইলে সবকিছু সম্ভব। সব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।