সকল সৌন্দর্যই বর্ণিল পঙ্কিলতা থেকে উদ্গত মৃত্যুর পরে কী আছে জানিনা, শাস্ত্র-ভেদ কী ইজ ইকুয়াল টু-র নিখাঁদ ব্যাকরণ ধর্ষকামীদের অভীষ্ঠ গন্তব্যস্থল এ যুক্তিতর্কেও যাইনি খামোকা। কারণ চতুর্দিক যখন খুন, হত্যা, আগুনে পোড়া লাশ বারবার দেখতে হয়- কারো স্বজন হারানোর বেদনা, কান্না, কষ্ট গুলো যখন সানগ্লাসের মত নির্মম ভালোবাসা হয়ে যায়- তখন মৃত্যু ও মৃতের মধ্যেকার ব্যবধান বিলীন হয়ে যায়, জেগে থাকে সরীসৃপ তার ক্রুর জিহবায়। আমি সেই সরীসৃপকে ভয় পাই তাই নির্বিবাদী থাকি। সংগম, ভাত-মাছ খাওয়া কোনটাই বাদ নেই। মৃত্যু, মৃত, শাস্ত্র সব হাইথট ব্যাপার বাস্তবিক দুই ঈশ্বর আমার- সরীসৃপ আর অন্ধ-মূক কালান্তরের আজন্ম বিধাতা পাথর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।