আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ বাংলা ব্যাংকে সেভিংস একাউনট খুলতে চাই। একটু পরামর্শ দিয়ে উদ্ধার করেন!

মাস্টার্স । ঢাকা বিশ্ববিদ্যালয় । আমার কিছু প্রশ্নঃ ১। এটা কি ব্র্যাক ব্যাংক এর চেয়ে ভাল? বাৎসরিক সার্ভিস চার্জ কত? মানে আমি একটা সেভিংস account খুললে বছরে কত কাটবে ? কোন সুবিধা আছে সেভিংস a/c এর? ২। রেফেরেন্স ছাড়া DBBL এ ACCOUNT খোলা যাবে? মানে আমার জনতা ব্যাংক এ একটা account আছে সেটার রেফারেন্স দিয়ে কি dbbl এ a/c খোলা যাবে? ৩।

এটিএম কার্ড নেয়া কি বাধ্যতামূলক ? এটার জন্য কি আলাদা কোন ফি আছে? ৪। DBBL এ Account খুলতে কি কি জিনিসপাতি লাগবে? বিস্তারিত জানালে উপকৃত হব। p.s: আমার এলাকায় dbbl এর একটা ব্রাঞ্চ আছে । জানি DBBL এর atm booth গুলাতে টাকা প্রায়ই থাকে না কিন্তু আমার আসলে এখানে একটা A/C খুলতেই হবে কারন আমার নতুন dbbl এর a/c তে প্রতি মাসে কমপক্ষে ২০০০০ টাকা অন্য একটা dbbl a/c থেকে আসবে। DBBL TO DBBL টাকা পাঠাইতে নাকি কম খরচ হয়, এইজন্যই ।

কথা কি সত্য??? কি করব বুঝতে পারতেছিনা ! দয়া করে অভিজ্ঞরা হেল্পান!! সবাইকে অনেক অনেক ধন্যবাদ !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।