আমাদের কথা খুঁজে নিন

   

দ্য ডক্টর ডাইড, বাট দ্য পেশেন্ট স্টিল এলাইভ

কখনও আল্লাহ কে দোষারোপ করবেন না এই বলে যে, আল্লাহ কেন আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না, বরং শুকুরিয়া আদায় করুন এই জন্যে যে, আল্লাহ আপনার পাপের জন্য সাথে সাথেই শাস্তি দেন না । আমিন Dr. Zbigniew Religa এর নিচের ছবিটি নেওয়া হয়েছিল ১৯৮৭ সালে একটানা ২৩ ঘন্টা ধরে হার্ট ট্রান্সপ্লান্টেশন পর্যবেক্ষণ মনিটরে তাঁকিয়ে রোগীর সেফটি নিশ্চিত করার পর... পোলিশ এই ডাক্তারের সহকারী পাশেই ঘুমিয়ে পড়েন . কিন্তু তিনি টানা ২৩ ঘন্টা রোগীর অবস্থা মনিটর করেন . ছবিতে দেখেন তিনি কি রকম চোখ টেনে তাঁকিয়ে আছেন । ছবিটি তুলেন জেমস স্ট্যানফিল্ড, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ১৯৮৭ এ এই ছবিটিকে বছরের সেরা ছবি নির্বাচিত করেন । মানব সেবায় অদম্য এই চিকিতসক ২০০৯ সালে মারা গেলেও , অপারেশন থিয়েটারের ওই পেশেন্ট টি এখনো দিব্যি বেঁচে আছেন " দ্য ডক্টর ডাইড, বাট দ্য পেশেন্ট স্টিল এলাইভ ! " সংগৃহীত  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।