আমাদের কথা খুঁজে নিন

   

ইয়ে সালা প্রীতম দাশ মালাউন আছে, ইয়ে সালা মাল্লু হামারা কিরকেট টিমকো পাকিস্তান রোখনেকি কৌশিশ করতা হ্যাঁয়

আমি একজন ই-পীর দেখিয়ে ইস মাল্লুকি জুররাত! ইয়ে শালা মাল্লু হামারা কিরকেট টিমকা পাকিস্তান সফর কে খিলাফ হ্যাঁয়। মুসলিম ভাইলোগোকা সাচ্চা ওয়াতন পাকিসতান সফর কা খিলাফ হ্যাঁয় মাৎলব ইয়ে শালা প্রীতম দাশ মালাউন হিন্দোঁস্তা' কা জাঁসুস হ্যাঁয়। দেখিয়ে বিরাদর, শালা মাল্লু কি ঔলাদ নাপাক জুবান বাংলাম্যেঁ ক্যা বোলতা হ্যাঁয় "জনসংযোগে আমার দুর্বলতা বরাবরের। তাই আজকে সাথে নিয়ে যাবার মতো কাউকেই পাইনি। ক্লাস থেকে বেরিয়ে,তড়িঘড়ি করে আর্ট পেপার আর মার্কার কিনে,ইজিবাইক ঠুকে ঠুকে যখন প্রেসক্লাবের সামনে পৌছলাম তখন ঘড়ির কাটা জানাচ্ছে সময় দশটা সাতান্ন।

' একলা চলোরে... ' এটা মনে মনে কয়েকবার জপে দাঁড়িয়ে গেলাম। না,এমন নয় যে আমার পাশে এরপর জমা হয়েছিল আরো শতশত লোক। তবে,যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম,মিনিট বিশেক হবে হয়তো,একা ছিলাম না মোটেও। আমার সামনে দিয়ে,পাশ দিয়ে,পেছন দিয়ে হেঁটে,রিকশায়,গাড়িতে করে চলে গেছে মানুষের স্রোত,প্রত্যেকেই পেরিয়ে যাবার আগে থেমেছেন এক মিনিটের জন্য হলেও। হাতে ধরা একেবারেই সাদামাটা পোস্টারটায় কী লেখা সেটা পড়েছেন মনযোগ দিয়ে,ভেবেছেন,মন্তব্য করেছেন।

কাধে ব্যাগ নিয়ে স্কুল ফেরতা শিশু,দারুণ ব্যস্ত তরুণ পথচারী কিংবা ফুচকা-মামা একবারের জন্য হলেও ভেবেছেন - কী হতে পারে সাকিব-তামিম-মুশফিক পাকিস্তান গেলে। সত্তরোর্ধ্ব একজন বৃদ্ধ ( শুধুই বয়সের হিসেবে,মানসিকতায় অনেক নওজোয়ানকেও পেছনে ফেলতে পারবেন তিনি নিশ্চিত ) সম্ভবত কাঁচা বাজার থেকে ফিরছিলেন রিকশায়। একটা ছেলে প্রচন্ড রোদ্দুরে দরদর করে ঘামতে ঘামতে একটা পোস্টার হাতে দাঁড়িয়ে আছে একা - ব্যাপারটা তাকে আগ্রহী করে তুলল। রিকশা থামিয়ে আমার কাছে এলেন তিনি,হাই পাওয়ারের চশমাটা বিভিন্ন রকম কায়দা করে নেড়েচেড়ে বেশ সময় লাগিয়ে পড়লেন কথাগুলো। তারপর নিজের মনেই বলে উঠলেন, " একদম ঠিক কথা,কেন যাবে ওরা ! এটা কি মগের মুল্লুক !!! " সেই বৃদ্ধ মানুষটি যখন আবার রিকশায় উঠে গন্তব্যের দিকে যাত্রা করলেন - কী জানি,হয়তো আমারই চোখের ভুল - তার চোয়াল দুটোও শক্ত হয়ে উঠেছিল,ঠিক যেমন শক্ত চোয়াল নিয়ে আজ আমরা দাঁড়িয়েছিলাম - সমস্ত বাংলাদেশে।

মাননীয় লোটাস কামাল,খেলাটা কেবল শুরু হয়েছে মাত্র। আমরা দেখতে চাই,আপনার দুই হাতের দশটি আঙ্গুল ষোল কোটি মানুষের হৃদয়ের চেয়ে বেশী শক্তিশালী কি না। " দেখিয়ে জনাব, জানিয়ে প্যাঁহচানিয়ে এ্যায় হাবিবি, এ্যায় হযরৎ, ইয়ে শালা মাল্লু মুসলমান কওমকি দুশমন হ্যাঁয়, মালাউন হিন্দোঁস্তা' কা জাঁসুস হ্যাঁয়। হ্যাঁয় কোঈই নওজওয়ান, হ্যায় কোঈই মাওলা যো ইস মাল্লুকা ছর কাটকে ইসলামাবাদ ভেজেংগে দোস্তিকা তোহফা মানকে? হাম উস নওজওয়ানকো নিশান-ঈ-হায়দর খিতাব দেংগে ঔর ভি মিলেংগে বহোৎ সারে কাঁঠাল কে পাত্তেকা গুলদাঁস্তোকা মুফৎ তোহফা। - জামায়াত-এ-পিছলামি  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।