বৈশাখ
আসে ঝড়ের বেগে,
রৌদ্রের তীব্রতা, বগলে খড়া বাগিয়ে,
ধান পাকিয়ে
চলে যায় আম ঝড়িয়ে।
জৈষ্ঠ্য
আসে কাঠাঁল পাকিয়ে
নতুন ধানের খৈ, মুড়ি ভাজিয়ে
চলে যায়
কৃষকের স্বস্তির
বধুর সুখের দিনের উত্তাপ নিয়ে।
আষাঢ়
আসে বৃষ্টি নিয়ে
সাথে করে কদমের ঘ্রাণে
চলে যায় হলুদের তীব্রতায়
বরষার বারতা শুনিয়ে
শ্রাবণের
ধারা ঝরে ঝর ঝর
অলস দিনের শুরু হয়
নকশী কাঁথার বুননের এইতো সময়।
ভাদ্র
যেমন তাল পাকিয়ে
বোঝো এবার গরমের ঠেলা
বন্যার তোরে ভেসে যায়
ঘড় বাড়ি চালা
আশ্বিন
ওরে বাবা
আবার ঝড়ের জ্বালা
এবারই শেষ ঝড়ের পালা।
কার্তিক
ঐ দেখা যায় শীতকালের রেখা
শ্রাবনের অলসতার ফসল যাবেনাকো বৃথা।
অগ্রহায়ণ
আসে মৌ মৌ পিঠার গন্ধে
তাল খেজুরের রসের তারি
আহা আহা খেতে মজা ভারি,
নবান্ন বাংলার উৎসব
এই ঐতিহ্যেই আমাদের গৌরব।
পৌষ
পার্বনের মেলা
বাহিরে কুয়াশার চাদরে ঢাকা
খড়ের আগুন তাপিয়ে শীত নিবারন
রাত্রি বেলা যাত্রা পালা
গ্রামে-গঞ্জে লাঠি খেলা
সব যেন আনন্দের মেলা।
মাঘের
শীতে বাঘে কাঁপে
ঠান্ডার চোটে ব্যাথায় হাড়ে
পাতা ঝরানোর বাতাস এলে
বসন্তের আগমনে রাস্তা ছাড়ে।
ফাগুন
আসে প্রকৃতির অপার সৌন্দর্যে
বর্নিল করে ধরনী সাজাতে
অল্প দিনেই জয় করে নেয় মন
আহা কেন যে থাকোনা তুমি
সারা বছর দিনমান।
চৈত্র
আসে কাঠ ফাটা রোদে
বাসন্তী বাতাস বাগিয়ে
নববর্ষের আনন্দের আয়োজনে
চৈত্রসংক্রান্তির ছোয়া
বৈশাখে যেন পায় পুর্ণতা
সবাইকে জানাই নববর্ষের বারতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।