আমাদের কথা খুঁজে নিন

   

ত্ তীয় অধ্যায়

কার কাছ থেকে যেনো শুনছিলাম একটা মানুষ জীবনে স্বাভাবিকভাবে ছয়বার প্রেমে পরতে পারে.. ইদানিং কোন কোন ছেলেমেয়েরা একবছরেই একডজন এর বেসি প্রেম ও করে থাকে, তাদের ক্ষেত্রে মনোবিদদের হয়তো নতুন কোন বিশ্লেশন লাগবে, ছোটবেলা থেকেই আমি একটু মুখচুরা স্বভাবের, মেয়েদের সাথে ভালোভাবে কথা বলতে পারিনা, সংগত কারনেই স্কুল লাইফে প্রেম আসেনি, ইন্টারেও সেই ধারা বজায় রাখলাম, এই যখন অবস্থা তখন একরকম শিউর হয়ে গেলাম যে আমার জীবনে অন্তত প্রেম আসবেনা, হাল ছেরে দিলাম, তার ১সপ্তাহ পরেই জিবনে প্রথম প্রেমের আগমন ঘটে, প্রস্বাবটা মেয়ের পক্ষ্য থেকে আগে আসার কারনেই প্রেম করতে পেরেছি, প্রেম যে এতো মধুর তা আর জানা ছিলনা, মনে হয়েছিল মেয়েটার জন্য সবকিছু করতে পারবো, প্রথম প্রেম বেসি দিন টিকলোনা,. সিখার সাথে ব্রেক এর পর মনে হলো জিবনে কাউকে বলতেও পারবোনা আর প্রেম ও করতে পারবোনা, বেসি দিন অপেক্ষা করতে হলোনা.! সিঘ্রই কানিজ নামের একটা মেয়ের সাথে রিলেশন হলো , এইবার ও মেয়ের পক্ষ থেকেই আগে প্রস্তাব.. কানিজ কে পেয়ে মনে হলো এইটাই আমার রিয়েল ভালোবাসা, কানিজের একটা ফোন মিসকল হাজার কোটি টাকার চেয়ে দামি মনে হতো, কিন্তু কানিজের সাথে ও তিনমাসের বেসি টিকলামনা, কানিজের সাথে ব্রেক আপটা মেনে নিতে পারলামনা, পুরুপুরি ভেংগে পরলাম, এতোটাই হতাস হয়ে যাই যে জিবনে প্রথমবারেরমতো সিগারেট খাই,! এর পর থেকেই শুরু হয় আমার দুঃস্বপ্নের দিনগুলো.. এর পর থেকে খুব একা হয়ে যাই, অনেক চেস্ট করতে থাকি একটা প্রেম করার জন্য, কিন্তু কোথাও সফল হলামনা, এর মধ্যে মাকে হারাই, জিবনটা বিষের মতো হয়ে যায়, সব কিছুই অর্থহীন হয়ে যায়, জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোপ কাটাতে লাগলাম.. প্রেম ভালোবাসাকে বিদায় জানালাম.. একাকি জিবন যাপন শুরু করলাম.. বিয়ে করে প্রেম করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু সিদ্ধান্ত চেন্ছ করতে হলো কারন এতো সুন্দর একটা মেয়ে আমাকে অফার করে বসলো যে মানা করার কথা মনের মধ্যে একবারের জন্য ও আসেনি, এতো সুন্দর মেয়ের সাথে প্রেম করার কথা স্বপ্নে ও ভাবিনি, আমি এখন খুব সুখি. মেয়েটার নাম রশনি, রশনি কে নিয়ে শুরু হলো আমার জিবনের ত্ তীয় অধ্যায়..! খুব সুখে দিন কাটাচ্ছি তার সাথে হারানোর ভয়..!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।