২৯ নভেম্বর ২০১১ তে 'গাই' শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়েছিল। তাতে একজন পাঠক প্রতিক্রিয়ায় ব্যভিচারের শাস্তি নিয়ে শংকা প্রকাশ করেছিলেন । শেষ পর্যন্ত সুরা নুরে ব্যভিচারের শাস্তি বিষয়ে আলোচনা দেখতে পাই।
এই সুরায় মূল আলোচনা ব্যভিচার। এ সম্পর্কে বলা হচ্ছে-ব্যভিচার সর্তকতার এমন বাধা ডিঞ্গিয়ে সতীত্বের বিপক্ষে চরম সীমায় উপনীত হওয়া এবং খোদায়ী বিধানাবলীর বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষনা করার নামান্তর ।
আর এ কারণে ব্যভিচারের শাস্তি সব চেয়ে কঠোরতর ও অধিক।
ব্যভিচার স্বয়ং একটি বৃহত অপরাধ; তদুপরি সে নিজের সাথে আরও শত শত অপরাধ নিয়ে আসে এবং সম,গ্র মানবতার ধ্বংসের আকারে এর ফলাফল নিয়ে আসে । পৃথিবীতে যত হত্যা ও লুণ্ঠনের ঘটনা তার অধিকাংশ কারণ নারী ও তার সাথে অবৈধ সম্পর্ক।
আল কোরআনে ও মুতাওয়াতির হাদিস ৪ টি অপরাধের শাস্তি ও তার পন্থা স্বয়ং নির্ধারন করেছে; কৈান বিচারক ও শাসন ব্যবস্থার উপর ন্যস্ত করেনি। এগুলো---
১/চুরি
২/কোন সতীস্বাধী নারীর প্রতি অপবাদ আরোপ
৩/মদ্যপান করা
৪/ব্যভিচার করা।
ব্যভিচারের শাস্তি হলো---- অবিবাহিত পুরুষ ও নারীর জন্য ১০০ বেত্রাঘাত, আ র বিবাহিত দের শাস্তি প্রশ্তরাঘাতে মৃত্যু। সুরা নিসা- আয়াত১৫/১৬
বিস্তারিত তাফসির মাআরেফুল ক্বোরআন৯২৫/৩২৬ পাতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।