আমাদের কথা খুঁজে নিন

   

না থাক যদি পাশে।

ফিরে আসেনা কভু হারানো সময়। মাঝে মাঝে খুব ভয় হয়। হারিয়ে যাই যদি সময়ের স্রোতে ভেসে। তোমাকে ফেলে। ডানা মেলে- উড়ে যাই যদি আকাশে।

যদি শ্রাবনের রাতে রিম ঝিম নিরবতায়- কদমের ফুল হাতে। না থাক যদি পাশে- কোন কারনে। শ্রাবনের বর্ষা ঢাকা পড়ে যাবে- দু চোখের বরষণে। কোন চঁাদনী রাতে। যদি মন কঁাদে।

হাত বাড়িয়ে যদি না পাই তোমায়। শত জ্যোৎস্না মলিন হয়ে যাবে তোমাকে দেখার আশায়। জীবন আমার কেটে যাবে হায় ! তুমি হীন শুন্যতায়। (শাহজাহান আহমেদ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।