আমাদের কথা খুঁজে নিন

   

৩টি গ্লাসে ১০টি কয়েন

স্বাগতম আমার ব্লগে এই ধাঁধাটার সাথে আমার পরিচয় ২০০৩ সালে। পঞ্চগড়ে গেছি খালার বাসায়। পাশের বাসার রনির সাথে আমার খাতির হয়ে গেল। একদিন সন্ধ্যেয় আমাকে এই ধাঁধা ধরিয়ে দিলে হাসতে হাসতে চলে গেল রনি। আমি মাথা ঘামিয়ে চুল ভিজিয়ে ফেললাম।

প্রায় সারারাত ভেবে সকালে হাজির হলাম রনির বাসায়। কী ছিল রনির ধাঁধা? আপনাকে ৩টি গ্লাস দেওয়া হবে। আর দেওয়া হবে ১০টি কয়েন। আপনার কাজ হল এই ১০টি কয়েন গ্লাসগুলোতে রাখা। এমনভাবে রাখবেন যেন প্রতিটি গ্লাসের মধ্যে বিজোড় সংখ্যক কয়েন থাকে।

শর্ত হল কোনো গ্লাসই ফাঁকা রাখা যাবে না। আমার উত্তর কী ছিল? সারারাত ভেবে আমি একটা সমাধান বের করেছিলাম। পরে অবশ্য দেখেছি একাধিক সমাধান সম্ভব। তো পাঠক, ভাবতে থাকুন। আর মন্তব্যে জানান।

(পূর্বে এখানে প্রকাশিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।