আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ডুবসাঁতার

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! এবার সিলেটে প্রদর্শিত হবে নূরুল আলম আতিকের চলচ্চিত্র ডুবসাঁতার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সংগঠন মৃত্তিকা ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে। সময়: দুপুর ৩টা, বিকাল ৫টা, সন্ধ্যা ৭টা । টিকিটের মূল্য : মাত্র ৩০টাকা ২০ এপ্রিল বিকেল ৩টায় উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: নূর হোসেন মিঞা, পরিচালক নূরুল আলম আতিকসহ আরো অনেকে। ডুবসাঁতার-এ অভিনয় করেছেন জয়া আহসান, শ্রাবস্তী দত্ত তিন্নী, অশোক ব্যাপারি, ওয়াহিদা মল্লিক জলি, স্বাগতা, শাহরিয়ার শুভ, স্বাধীন খসরু প্রমুখ। আয়োজনে: মৃত্তিকা পরিবার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। টিকিটের জন্য যোগাযোগ করুন: খলিলুর রহমান ফয়সাল : 01717992030 হাসান শাহরিয়ার রনি : 01676888590 রাজা মো: মাসুম : 01922932551 রাহাত উজ জামান : 01911044245 শুভ্র ধর শাওন 01728074352 সজল সিনহা : 01744366652 আরিফুর রহমান : 01728362851 পল্লব ভট্টাচার্য্য : 01734327333 ডুবসাতাঁর চলচ্চিত্রের কয়েকটি উল্লেখযোগ্য দৃশ্য:  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.