আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"। পরীক্ষার সময় কমন না পড়াতে একটু তাড়াহুরো করে লিখেছিলাম। এভাবেই একটা পার্থক্য লিখি।
প্রশ্নটা ছিল এরকম :
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখ।
বইতে আমি পড়েছিলাম উলটো করে ... মানে প্রথমে বহিঃক্ষরা এরপর অন্তঃক্ষরা ... এভাবে।
এখন যখন আনসার লিখতে যাই, তখন কী লিখছি মনে নেই। তবে পার্থক্য লেখার সময় পয়েন্টগুলোর ক্ষেত্রে প্রথমে 'বহিঃক্ষরা' পরে 'অন্তঃক্ষরা' এভাবে লিখেছি। কিন্তু উপরে হেডে কী লিখেছি মনে নেই।
এখন আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে ... যদি আমার হেডলাইনের সাথে পয়েন্টগুলো উলটপালট হয়ে থাকে ... অর্থাৎ যদি আমি উপরে 'অন্তঃক্ষরা' লিখে নিচে 'বহিঃক্ষরা'র পয়েন্টগুলো লিখি এবং অন্যপাশে উপরে 'বহিঃক্ষরা' লিখে নিচে 'অন্তঃক্ষরা'র পয়েন্টগুলো লিখি, তাহলে কী পুরো নাম্বার কেটে রাখবে?
উল্লেখ্য, প্রশ্নের মান হচ্ছে ৫।
ভাইরে, এ+ নিয়ে টানাটানি পড়ে যাবে যদি পুরো নাম্বার কেটে দেয়। একটু সাহায্য করেন এই ব্যাপারে ... মনকে সান্ত্বনা দেবার মত কিছু কী আছে আপনাদের কাছে?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।