আমাদের কথা খুঁজে নিন

   

এ পথের শেষ কোথায়?

"B+"এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীনচেতা, মেধাবী, নমনীয়, মনোযোগী, স্বাস্থ্যবান, সরল, দক্ষ, পরিকল্পনাবাদী, বাস্তববাদী,আবেগপ্রবণ এবং খুব বেশি রোমান্টিক হয়ে থাকে। *সুত্র: ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত"You and your Blood type"গ্রন্থে মানুষের ব্লাডগ্রুপ এর ব অলি গলি পেরিয়ে নেমেছি আজ রাজপথে এ পথের শেষ কোথায়? চেনা মুখ সব অচেনা ভিড়ের মতই পাশ কাটিয়ে যায় পিছন ফিরে দেখি কেউ নেই আর পথ চলতে গিয়ে হারিয়েছি চলার পথে খুঁজে ফিরি একা আমি অবিরাম হাটি মিশিয়ে দিব বলে পথের শেষ শেষ বলি, দেখি অনন্ত পথ বাকি থমকে দাড়াই মুচকি হাসি আবার হাটি অবিরাম মন কে শুধু যাই বলি এ পথের শেষ কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।