জানতে চাই জানাতে চাই কলম্বিয়ার কার্টাজেনা শহরে ‘সামিট অব দ্য আমেরিকাস’ সম্মেলনে যোগ দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী নিরাপত্তারক্ষীরা তাদের হোটেলে ২১ নারী যৌনকর্মীকে নিয়ে গিয়েছিল। মঙ্গলবার মার্কিন সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সিনিয়র রিপাবলিকান সদস্য সুসান কলিন্স একথা জানান।
ওবামার ওই নিরাপত্তারক্ষীরা মার্কিন গোয়েন্দা বিভাগ ও সেনাবাহিনীর সদস্য। তাদের বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ১১ গোয়েন্দা সদস্য ও ৫ সেনা সদস্যের বিরুদ্ধে বহিষ্কারাদেশসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিব্রত, ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ওবামা এ ঘটনা কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন। রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে সুসান বলেন, ‘ঘটনার সঙ্গে গোয়েন্দা সংস্থার ১১ সদস্য জড়িত। ২০ কিংবা ২১ জন ভিনদেশি নারীকে তারা হোটেলে নিয়ে যায়। পাঁচ মেরিন সেনা পরে এদের সঙ্গে জড়িয়ে পড়ে। ’ গোয়েন্দা বিভাগের পরিচালক মার্ক সুলিভান সিনেটর সুসানকে ঘটনাটির বিস্তারিত অবহিত করেছেন।
‘গোয়েন্দা সদস্যদের এ ধরনের কাজে পরিচালক সলিভান অত্যন্ত মর্মাহত, ঘটনার কঠোর বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি’—বলেন সুসান। ‘ঘটনা জানার পরপরই তিনি জড়িত সব গোয়েন্দা সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ওয়াশিংটনে ফিরে আসার নির্দেশ দেন। ওয়াশিংটনে ফেরার পর তাদের প্রত্যেককে জেরা করা হয়। ’ এদিকে ওবামার মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, ‘গোয়েন্দা বিভাগের পরিচালক সুলিভানের ওপর আস্থা হারাননি প্রেসিডেন্ট ওবামা। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়ে নিজের নেতৃত্বে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেন তিনি।
’ শীর্ষ সম্মেলন উপলক্ষে ওবামা কার্টজেনা পৌঁছানোর আগেই প্রেসিডেন্টের অগ্রবর্তী নিরাপত্তা দলের ওই সদস্যরা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। তারা তাদের হোটেলে যৌনকর্মীদের নিয়ে যান, রেজিস্ট্রেশন ছাড়াই তাদের রুমে নিয়ে যাওয়ার জন্য হোটেল কর্মীদের ওপর চাপ সৃষ্টি করেন। এরপর সংশ্লিষ্ট যৌনকর্মীরা অভিযোগ করে, মার্কিনিরা তাদের পাওনা পরিশোধ করেনি। এ কেলেঙ্কারির ঘটনায় ল্যাটিন আমেরিকার ৩২টি দেশের রাষ্ট্রপ্রধানের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।
ঘটনাটি সম্মেলনে ওবামার ল্যাটিন পরিকল্পনা ভেস্তে দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রায় খালি হাতে ফেরায় কিছুটা হলেও প্রভাব রাখে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।