পুরান আমি নব ভাবনায় বিভোর.. সাফল্য নিয়ে লিখবো আজ । মানুষ যা চায় তা পাওয়া বা অর্জন করাই যদি সাফল্য হয় তবে সাফল্যের সংগা হবে অনেক কঠিন । জন্মগত ভাবে আমাদের ছোট কাল থেকেই শিখানো হয় সফল হতে হবে । কিন্তু কিভাবে সেই অধরা কে ধরবো আমি তা কয়জন কেই বা দেখানো হয় সেই রাস্তা । চলুন এই ব্যাপারে কয়েকটি ভাল কথা শুনে নেই ।
তারপর একটু অন্য দিকে যাওয়া যাবে ।
সাফল্য বিষয়ক কিছু বাণী ….
১। একনিষ্ঠ সাধনার ফল কখনোই ব্যর্থতায় পর্যবসিত হয় না। --ওয়াং হাইমান
২। সাফল্য হচ্ছে ফুটবলের গোলের মত…যেখানে বাকি সবকিছুই ধারাভাষ্য – ব্রায়ান ট্রেসি
৩।
কেবলমাত্র তখনই তুমি সফল হবে,যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখতে পারবে না,তখনও তুমি যদি তোমার উপর বিশ্বাস রাখতে পার – সুগার রে রবিনসন
৪। সাফল্য একটি মইয়ের মত এবং কেউ কখনই পকেটে হাত রেখে মইয়ে উঠতে পারেনি- জিগলার
৫। তোমার যদি কোনো সমালোচক না থাকে,তবে জেনো,তোমার কোনো সাফল্যও নেই-ম্যালকম ফ্রোবেস
৬। কোনো কিছুরজন্য চেষ্টা করে বিফল হওয়াকে আমি নিচেষ্ট থেকে সফল হওয়ার চেয়ে প্রাধান্য দেই- রবার্ট শুলার
সাফল্য ও ব্যর্থতা, অর্জন , এগিয়ে যাওয়া মানুষের জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ন কয়েকটি শব্দের কয়েকটি । কেউ ভাল নাচতে পেরে সফল ,কেউ না নাচতে পেরেও।
কেউ খেলে সফল , কেউবা সারাজীবন না খেলেও সফল । আপনি যেমন করে দেখতে চান সেটা আসলে ঐরকমি । শুধু আমাদের চিন্তার মধ্যে পার্থক্য বলতে পারেন । জীবন সমন্ধ্যে আপনি যত ইতিবাচক হবেন জীবনে আপনি তত সফল হবেন বলেই আমার বিশ্বাস ।
একটা গল্প বলি ।
বিদ্যুত মিত্রের নিজেকে জানো নামের একটা বইয়ে পড়েছিলাম ।
আপনি খুব সকালে বের হলেন স্টীমার ঘাটের দিকে কারন আপনাকে আজ সকালেই বরিশাল যেতে হবে । হঠাত রাস্তায় দেখা আপনার মহল্লার সবচেয়ে বাচাল লোকটির সাথে ।
সে নাছর বান্দা । খাজুরে গল্পে আপনার কিছু সময় নষ্ট করলো ।
দেরী হয়ে যাওয়ায় আপনি সেদিন স্টীমার ফেল করলেন । বাড়ি ফেরার পথে সেই বাচাল লোক টিকে খুব গালাগালি করলেন । খুব রাগ হলো নিজের উপরেও ।
কিন্তু তারপরের দিন সকালেই যদি দেখেন সংবাদপত্রে যে, সেই স্টীমার টি গতকাল ডুবে ১০০জন মারা গেছে । তাহলে গতকালের সেই কথপোকথন সমন্ধ্যে আপনার মন্তব্য এবার কেমন হবে বলুন তো ।
আসলে জনাব জীবন আসলে আমার মত অধমের কাছে এটাই । দেশের সাফল্য সম্পর্কে আপনি যতক্ষন ইতিবাচক ভাববেন না তার কোন কিছু আপনার কাছে ইতিবাচক লাগবেও না । এটাই সত্যি । যারা ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত আমাদের দেশের উন্নয়ন নিয়ে ভাবেন নি , তুলনা করেন নি , তারা নেতিবাচক মন্তব্যই করবেন । তাদের আমার দরকার নেই ।
তারা ব্যক্তিগত ক্যারিয়ার নিরাপদ করার জন্য ঘুষ খাওয়ার স্বপক্ষ্যেও কথা শুনাবে । একটু নতুন করে ভাবতো ভাই । কিছু ভাল লাগছে আশেপাশের । হ্যা লাগার কথা তো । দেখুন না নতুন করে নিজেকে , আশপাশের সব কিছু এমন কি দেশকেও নিয়ে নতুন করে ভেবে ।
সাফল্য-ব্যর্থতার এই অবস্থান মনে হয় পাশাপাশি । ব্যর্থ হলে থেমে যাবেন না । কারন আমার মনে হয় ব্যর্থ হওয়ার পর যে সাফল্য পাওয়া যায় তা অর্জনের মজাটা দ্বিগুন । সত্যি বলছি ।
সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে।
সাফল্য অর্জিত হয় অনেক শ্রমে, অনেক ত্যাগে। সাফল্যে পথে রয়েছে অনেক বাধা,আছে মরীচিকা। পথ চলতে গিয়ে হারিয়ে যেতে পারেন চোরাবালিতে।
এবার আসুন ব্যর্থতার মূল কারন গুলো কি হতে পারে । আগেই বলে রাখি এতে শারিরিক কোন কারন নেই ।
সব মানসিক ও চিন্তার ব্যাপার ।
ব্যর্থতার কারণ হতে পারে আপাত গুরুত্বহীন খুবই ছোট ছোট বিষয়।
১. সংশয়
২. লালিত অভ্যাসচক্র
৩. অলীক কল্পনা
৪. আলস্য
৫। নিজেকে গুটিয়ে রাখা
৬। নিজেকে নিয়ে না ভাবা ও মুল্যায়ন না করা
৭।
পরিশ্রম কে ভয় পাওয়া , কিন্তু পরিশ্রমে কি আনন্দ তা না করলে বুঝবেন না
৮। জীবন সমন্ধ্যে নেতিবাচক ধারনা
হয়েছে অনেক সাফল্য আর ব্যর্থতা নিয়ে কথা । আর একটি কথা অন্ধ হয়ে সাফল্যের পিছে দৌড়াবেন না তাহলে সব কিছুই মিছে হয়ে যাবে ।
সবার জন্য শুভ কামনা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।