২৪ বছর পর বিদেশ সফরে নরওয়ে ও বৃটেন যাচ্ছেন, মিয়ানমারের গনতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচী। জুনের প্রথম দিকে তার এ সফরের কথা জানিয়েছেন, তার দল এনএলডি’র এক সদস্য। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষে বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবে তার এ সফর। গনতন্ত্রের পথে ফিরতে থাকা মিয়ানমারে সম্প্রতি সফর করে যাওয়া বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনে’র আমন্ত্রণে সাড়া দিয়ে এ সফরের যাচ্ছেন, সূচী। ৬৬ বছর বয়স্ক সূচী ১৯৮৮ সালে শেষবারের মতো বিদেশ সফর করেছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।