আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষক.কম ডয়চে ভেলের The BOBs Award এর জন্য মনোনয়ন পেয়েছে, ভোট দিন

দুঃস্বপ্ন দেখি পৃথিবী থমকে গেছে, চোখ খোলার আগে ভাবি- জেগে যেন দেখি সব আগের মতোই আছে। রাগিব হাসানের ব্লগ (The BOBs প্রতিযোগিতায় মনোনয়ন পেলো শিক্ষক.কম – ভোট দিন আজই) থেকেঃ আনন্দের সাথে জানাচ্ছি, জার্মান আন্তর্জাতিক রেডিও ডয়চে ভেলের বার্ষিক সেরা ব্লগ/সাইট প্রতিযোগিতা The BOBs Award এ মনোনয়ন পেয়েছে শিক্ষক.কম । বাংলায় অনলাইনে মুক্তজ্ঞানের আসর শিক্ষক.কম এ বছরের প্রতিযোগিতায় সেরা উদ্ভাবন অংশে বাংলা ভাষার প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছে। অন্যান্য ১৩টি ভাষার প্রজেক্টের সাথে এই ক্যাটেগরিতে শিক্ষক.কম প্রতিযোগিতা করছে। এপ্রিল ৩ থেকে এই প্রতিযোগিতার ভোটগ্রহণ শুরু। যদি শিক্ষক.কম হতে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আজই ভোট দিয়ে সমর্থন দিন। উল্লেখ্য, শিক্ষক.কম এই ক্যাটেগরিতে বাংলা ভাষার প্রতিনিধি, কাজেই আপনার ভোটটি হবে কেবল শিক্ষক.কম এর জন্যই নয়, বরং বাংলা ভাষার জন্যও। লিংক দেয়া পোস্টটিতে ভোট বিষয়ে বিস্তারিত জানা যাবে। স্টিকি হওয়ার মত ইস্যু; রাগিব হাসানের পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।