আমাদের কথা খুঁজে নিন

   

দুই নগরী

আমার লেখা পড়ে.................. সুন্দর বাতাস এখানে এখন- ভালবাসার স্পর্শ নিয়ে তোমার দেশের সবুজ কিশোর মেঘেদের খবর কি? অবুঝ ঘাস হেলেদুলে কথা বলে এখানে সবার সাথে তোমার দেশের ফড়িং-এরা কি জানে উৎসবের কথা? এখানে বরষা নামলেই নগ্ন হয়ে যায় তরুণ তরূণীরা তোমার দেশের ভালবাসারা যায় কি করে স্পর্শের কাছে? সারা দিন আকাশকে ছাতা বানিয়ে মধ্য মাঠে শুয়েছিল পাতারা উড়ে এসে জুড়ে বসেনি কেবল, ঢেকে দিয়েছে চোখ, নাক, হাত, নিঃশ্বাস, ক্লান্ত নখ বা পুরো শরীর। কোন কথা হয়নি জ্ঞানী গাছেদের সাথে তোমার আর? উতল সমুদ্রের জলে হেটে বেড়িয়েছে বহুক্ষন একা একা কবিতা, জীবন, আবেগ কত কিছু দিয়ে গেছে বরংবার উল্লাসিত মৃত কাগজ, প্রাণ পায় সামুদ্রিক কথপোকথনে। তুমি কি সমুদ্রে লবন ফেলে লবণাক্ত করেছ সমুদ্র ? তোমার নগরে সবাই হাত ছুয়ে ঘুমালেও কেউই স্পর্শ পায় না কোরো - এখানে আকাশ বা গাছেরা দূরে দূরে থাকলেও প্রত্যেকে বেচে থাকে প্রত্যেকের নিঃশ্বাসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।