আমাদের কথা খুঁজে নিন

   

নীরা,আজ তোমায় চমকে দেব

https://www.facebook.com/R.I.HRIDOY নীরা আজ আমি তোমায় চমকে দেব। তুমি যখন চোখ ভরা বিস্ময় নিয়ে চেয়ে থাকবে তখন আমি মিটিমিটি হাসবো। বিশ্বাস কর হাসতে হাসতে আমরা নিচের পাটির উঁচু দাঁতদুটো আজ আর বেরিয়ে পড়বে না, আমি অনেক যত্ন করে মিটিমিটি হাসতে শিখেছি। তুমিই তো বলছিলে হাসতে দেখলে আমায় বড় বিচ্ছিরি লাগে। জানি আমার দেয়া উপহার হাতে নিয়ে ঠিকই তোমার কণ্ঠে আজ কোন এক বেদনার সুর বেজে উঠবে,এতদিনের শীতল চোখ দুটো জেগে উঠবে নিদ্রা শেষে,আর তাই দেখে আমি উল্লাসে ফেটে পড়বো।

হয়ত অনেক দূর থেখে,সেটাই বা কম কি? নীরা সত্যিই আজ আমি তোমায় চমকে দিবো। তোমার স্নিগ্ধ পেলব হাত যখন আলতো করে স্পর্শ করে যাবে আমার দেয়া উপহারের উপর দিয়ে তখন আমি আনন্দে চিৎকার করে কাঁদবো। নীরা তুমি অপেক্ষায় থেখো,ঠিক ভোর পাঁচটায়। আমি বিদায় নেব সন্ধ্যায়,লাশকাটা ঘর থেখে বেরুতে বেরুতে সকাল হয়ে যাবে বোধয়, তুমি অপেক্ষা কর,কেমন?ছহাত লম্বা কফিনে চেপে আমি আসবো। তোমার জন্য উপহার হয়ে, ধবধবে সাদা তিন টুকরো কাপড় পড়ে।

শুধুই তোমাকে চমকে দেবার জন্য,তোমাকে চমকে দেবার লালসা যে আমার আজন্ম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।