আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশ তোদের একার নয় এই, এই দেশ তোর আত্মীয় স্বজনদেরও নয়, এই দেশ ১৬ কোটি বাঙ্গালীর।

খুজে ফিরি আমি আলোর ঠিকানা। কথায় কথায় পরাজিত শক্তি বলে ডাকে যাদের আমাদের এই সরকার, যাদের দালালদের এখন মানবতাবিরোধীর দায়ে বিচার করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিভোর ভাবে এখন সরকার নিজেকে। কিন্তু বার বার প্রমানে ব্যার্থ হচ্ছে এখন। আসলে এদের সব কিছুই লোক দেখানো। বিএনপি-ই কি আর আম্লিগ-ই কি এরা হচ্ছে এক মুদ্রার এপিঠ আর ওপিঠ।

কালো বিড়াল বের করতে গিয়ে নিজেই এখন তারা বড় বড় বিড়াল (গ্রাম দেশে যাদের বলা হয় খাটাশ)। বাবু সাহেবতো লজ্জায় কিছুদিন ঘর থেকে বেড় হওয়া বন্ধ করে ক্যামেরার সামনে এখন একটু কম আসবেন। এ নিয়ে বেশ মাতামাতি করবে বিএনপি কিছুদিন। কারন এসব তো নড়াচাড়া করাতে পারলে গন্ধ ছড়ায় অনেকদিন। এতে আবার তাদের বহুত ফায়দা হবে যদিও দেশের ০ পয়সার লাভ হবে।

তারপর..................... হ্যাঁ তারপর সবকিছু চির চেনা ভাবেই আমরা কোমল হৃদয়ের বাঙ্গালীরা ভুলে যাব। আবার বেড় হবে ঘরে লুকোন এইসব খাটাশরা। ভাবতে অবাক লাগে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সবাই যানে প্রকৃত চোর বা বাটপার কে কে কিন্তু কেও কিচ্ছু করতে পারেনা। কারন আইন বলে একটা কথা আছে। আর আইন নাকি চলে নিজের গতিতে অর্থা্ৎ প্রমান ছাড়া কিছুই করার নেই।

আর আইনের এই গতি নিয়ন্ত্রিত হয় রাজনীতির হাওয়ায়। বড়ই অদ্ভুত এই দেশের মানুষ আর তাদের চরিত্র!!!! এবার আসি ওনাদের দেশপ্রেম সম্পর্কে। আমাদের নেত্রীদ্বয় নাকি দেশপ্রেমের এমন এক নজির স্থাপন করেছেন যা আগে কেও করেনি। হ্যাঁ একবিন্দু মিথ্যে নেই এই তথ্যে। এমন বাজে দেশপ্রেম আগে কেও হয়তো করেনি।

এদের দেশ প্রেম তখন কাপড়ের আচঁলে লুকোয় যখন সিমান্তে মানুষ হত্যা করা হয়, যখন পানি দেওয়া হয়না আমাদের, যখন পুজিবাজারকে ধষর্ন্ করা হয়, যখন বিচার পায়না সা্ংবাদিক হত্যায় জড়িতরা, যখন বিদেশী কূটনৈতিক হত্যায় দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয় কিন্তু কেও ধরা পরেনা। তখন এদের এই প্রশ্নের উত্তর জিজ্ঞাস করলে লজ্জায় লাল হয়ে য়ায় যেন মনে হয় লজ্জাতো নারীর-ই ভূষন। এ্টাই হচ্ছে বাস্তব। এখানেও আসল সত্য সবাই জানে কিন্তু কবি নিরব!! এই সরকার ক্ষমতায় আসার পর আমার মত অনেকেই মনে করেছিলেন যে এই সরকার আগেরগুলোর চাইতে হয়ত বদমাইশ পাকিদের পা চাটাচাটি কম করবে। কিন্তু এই সরকার আবার প্রমান করলো যে না ক্ষমতার উর্ধে কেও নয়।

হ্যাঁ আমি কামাল সাহেবের কথাই বলছি। শুধুমাত্র পুঁজিবাজারকে লুট করে ক্ষান্ত হয়নি বরং এখন ক্ষমতার লোভে আমাদের ক্রিকেটারদের এক একজন গ্লাডিয়েটর বানিয়ে ছাড়বেই বলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগের গুলাদেরতো রাজাকার বলে গালি দেয়া যেত এখন এই খাটাশকে কি বলবো আপনারাই বলেন। শেষে এই বলতে চাই “ওরে খাটাশেরা শোন দেশ আগের মত নেই। দেশের তরুনেরা শুধু একটা নতুন ডাকের অপেক্ষায় বসে আছে।

যেদিন সে বজ্র কন্ঠ আওয়াজ তুলবে সেদিন বস্র সহকারে আর ফিরতে পারবিনা তোরা। এই দেশ তোদের একার নয় এই, এই দেশ তোর আত্মীয় স্বজনদেরও নয়, এই দেশ ১৬ কোটি বাঙ্গালীর। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।