যান্ত্রিক শহরের ল্যাম্পপোস্টের আলোয় ঘুরি
এই প্রথম ৬ পা বিশিষ্ট শিশু জন্মগ্রহণ করলো পাকিস্তানে । চিকিৎসকদের ধারণা যমজ শিশু জন্ম নেওয়ার কথা থাকলেও দুর্লভ জেনেটিকাল পরিবর্তনের কারণে বাকি একজন ঠিকমত বেড়ে উঠতে পারেনি । যার ফলে অন্য শিশুর শারীরিক অঙ্গে পরিবর্তন আসে । অর্থাৎ নবজাতক শিশু অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে । নবজাতক বাচ্চাটির মা-বাবা পরস্পর কাজিন ছিলো ।
বর্তমানে শিশুটিকে পাকিস্তানি চিকিৎসকরা বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন । এছাড়াও তারা বাইরের দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সাহায্য চেয়েছেন । ৬ পা বিশিষ্ট নবজাতক বর্তমানে আইসিইউতে রয়েছে । শিশুটির অতিরিক্ত অঙ্গ অপসারণ করা খুবি কঠিন হবে বলে জানিয়েছে চিকিৎসকরা । কারণ অতিরিক্ত ভিতরের অঙ্গ গুলোর কিভাবে গঠন হয়েছে তা হয়ত খুঁজে বের করা কষ্টসাধ্য এবং তখন শিশুটিকেও বাঁচিয়ে রাখা কঠিন হবে ।
তবে চিকিৎসকরা শিশুটির সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আশাবাদী । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।