আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
অবশেষে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত
কিছুক্ষণ আগে রেলভবনে সংবাদ সম্মেলন ডেকে তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করেন। ব্যক্তিগত এপিএস ফারুকের গাড়িতে ৭০ লাখ টাকার জের ধরে গত কয়েকদিন বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রেলমন্ত্রী সুরঞ্জিত।
এদেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বঙ্গবন্ধুর আমল থেকেই। এর পর কোনো সময়ই এ অভিযোগ থেকে বের হয়ে আসার চেষ্টা খুব দেখা যায়নি তাদের মধ্যে। দুই-এক জন ব্যতিক্রম ছাড়া আমাদের রাজনীতিবিদদের টপ-টু-বটম সবাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত।
এটা অন্য কাউকে বলতে হয় না। এক দল যখন অন্য দলের বিরুদ্ধে কথা বলে, তখন রাজনীতিবিদরাই এসব বলে বেড়ান। কিন্তু ইতিপূর্বে এভাবে কাউকে খেসারত দিতে হয়নি।
যাহোক, অনেক জল ঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত রেলমন্ত্রী সুরঞ্জিত সেনের এ সিদ্ধান্ত দল ও সরকারের জন্য কিছুটা হলে সস্থি বয়ে আনবে। তার চেয়ে বড় কথা, দেশের রাজনৈতিক কালচারেও একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।
আশা করি এ দৃষ্টান্ত থেকে অন্য দুর্নীতিবাজরাও শিক্ষা নিবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।