আমাদের কথা খুঁজে নিন

   

।। বিভ্রম ।।

বাঙলা কবিতা । । বিভ্রম । । -------------- এখনও নদীর স্রোতে চোখ গেলে ভুলে যাই নিজস্ব ঠিকানা।

নাম আর জন্মঠিকুজি। আমার কখনও কোনও জন্মগ্রাম ছিলো কি ছিলো না, কোনও দিকে আমার যাবার কথা আছে কি-না; মনেই পড়ে না। স্মৃতিতে জাগে না সেই অরণ্যের কথা, যার চোখে চোখ রেখে, আমি এক অগ্নিসরোবরে কতো না বছর আগে ঝাঁপিয়ে পড়েছি! সমগ্র ঝলসানো দেহে আগুনের লালা মেখে, অদৃশ্যত, মানুষের লোকালয়ে এতো এই ঘোরাফেরা__ এর কিছু স্মরণে আসে না। আমারও সুন্দর ছিলো, বিষাদ-অস্থির। আমারও সম্মুখে ছিলো নটিনীর কেশের কামনা।

নয়নসম্মুখে ছিলো নয়নের প্রাচ্যকুহেলিকা। আমারও সম্রাজ্ঞী ছিলো পৃথিবীর প্রাজ্ঞপ্রেমিকা। তা হলে, এস্রোত কেন আমাকে বিস্মৃতি এনে দেয়? তবে কি আমিও কোনও সীমাহীন জলের জাতক? দেহের ভেতরে এক শৈবাল বাগান নিয়ে মানুষের ছদ্মবেশে বাঁচি! -------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।