০
০
০
আগামী ২৮ জুলাই ২০১৩ তারিখ সকাল ১০.০০ টায় প্রেসক্লাবে শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিইত হবে। এতে ২০ সহস্রাধিক লোকের সমাগমেের আয়োজন করা হচ্ছে। মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপী এপশ করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের অস্তিত্ব রক্ষায় আপনিও বন্ধু-বান্ধব পরিজন নিয়ে এতে যোগদান করুন, ভগবান জগন্নাথের অশেষ কৃপা লাভ করুন।
বাংলাদেশ সরকার কর্তৃক কালো আইন “দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১৩” পাশ করার উদ্দোগ নেয়া হয়েছে যা সম্পূর্ণরূপে হিন্দু শাস্ত্র ও স্বার্থ বিরোধী।
আইনটি পাশ করার মাধ্যমে আমাদের শেষ আশ্রয়স্থল মঠ, মন্দিরগুলো দখল করে এই দেশ থেকে হিন্দু/ সনাতন ধর্মাবলম্বীদের চিরতরে বিতাড়িত করার একটি নীলনকশা।
অতএব যেকোন ভাবেই হোক এই অশুভ উদ্দেশ্য প্রতিহত করতেই হবে। গণ-স্বাক্ষরতার এ অংশ নিন।
০
০
০
হরে কৃষ্ণ হরে নাম আওয়ামী লীগের বাপের নাম” - রেহেনা আক্তার রানু
___________________________________
জাতীয় সংসদের অধিবেশনে আবারো কথার তুবড়ি ছড়ালেন সংরক্ষিত আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রানু বলেন, “ আওয়ামী লীগের পালানোর সময় হয়েছে।
তারেক রহমান দেশে ফিরলে আওয়ামী লীগের দেশে থাকার কোনো উপায় থাকবে না। ‘হরে কৃষ্ণ হরে নাম’ করে আওয়ামী লীগ দেশ থেকে পালাবে। ” তিনি বলেন, “ হরে কৃষ্ণ হরে নাম আওয়ামীলীগের বাপের নাম। ”
বক্তব্য চলাকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে বারবার সতর্ক করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এ সময় স্পিকার সাত বার মাইক বন্ধ করে দেন।
-কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো গয়েশ্বরের কি হবে গো ??
গত বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা সাংসদ নিলোফার চৌধুরী মণি ।
আর আজ আবার একই কথা বললেন সাংসদ রেবেকা বেগম রেণু ।
আমাদের অনুভূতি নেই তাই আঘাত লাগে না ।
০
০
০
০
আফ্রিকায় প্রতি বছর ৬০ লক্ষ মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে।
আলজাজিরার প্রতিবেদন-
Click This Link
ইংরেজীতে তার প্রতিবেদন-
Click This Link
ইসলাম ত্যাগের আরও বহু প্রতিবেদন-
Click This Link
রাশিয়ার ব্যাপকভাবে ইসলাম ধর্ম ত্যাগের প্রতিবেদন-
Click This Link
পশ্চিমা দেশের ইসলাম ধর্মগ্রহনকারীরা ২/৩ বছর পড় ইসলামের শান্তি পেয়ে আবার ইসলাম ত্যাগের প্রতিবেদন-
http://www.youtube.com/watch?v=v8EC8-aVlrE
গনহারে মানুষের ইসলাম ত্যাগ এর প্রতিবেদন-
Click This Link
মানুষ কেন ইসলাম ত্যাগ করছে তার প্রতিবেদন-
Click This Link
............................................
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।