আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016
সবাই এখন উপরি পাওনা চায়, ব্যাপারটা অনেকটা সেইরকম হয়ে গেছে, শুনে অবাকই হতে পারেন। আবার অনেকেই আছেন আমার এই লেখা পড়ে বলবেন, ছি ছি ! এই সব কেমন তর কথা বাপু ? আসলে এইটাই হলো কথা! ২ দিন আগে এক বন্ধুর সাথে বেরুলাম। অনেক ঘুরাঘুরি হলো বটে, সংসদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি - এমন সময় এক ব্যক্তির ফোনালাপ কানে এলো:
ব্যক্তিঃ শোন, আমি কিছুতেই এখন তোমাকে বিয়ে করতে পারবো নাহ! আমার আরো সময় দরকার। তোমাকে Abortion করতেই হবে, একবার আমার কথা ভেবে দেখো ! আমি এখন কি করে............
লোকটি পাশ কাটিয়ে চলে গেলো, আসলে সবাই একটু উপরি পাওনা চায়। প্রেম করলে SEX, আর SEX হইলে তারপর বিয়ে! এই নিয়েই চলছে আমাদের বর্তমান জমানা।
অনেক মেয়ের মুখে শুনি তার Boy Friend / Husband দেখতে সুদর্শন নাকি তার নতুন মডেলের বাইক আছে সেইটা নিয়ে অন্য বান্ধবীদের নিকট গালগপ্প করতে! আবার অনেক মেয়েকে দেখি তারা বিবাহ বিষয়টা নিয়ে একটু বেশি হেয়ালী পনা। জিজ্ঞাসা করলে বলে: "বিয়ে ? সে আবার কি! আমি তো বিয়েই করবো না কোনদিন!" আবার তলে তলে ফোনালাপ থেকে প্রেম এবং প্রেম থেকে ব্যাপারটাকে অনেকেই Phone Sex অথবা Cam Sex এর পর্যায়ে নিয়ে যায়!
যদিও প্রেম অথবা ভালবাসা বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই স্বল্প, যখন স্কুলে পড়ি তখন এক মেয়ের উপরে যথেষ্ট পরিমান Crush ছিল তবে নিজে তাকে গিয়ে কখনো বলতে পারি নাই। সেইটাকে তো পারত পক্ষে প্রেম বলা যাবে নাহ তাই নাহ ? উপরের অনেক গুলো কথা বললাম নিজের চোখের সামনে ঘটে যাওয়া মানুষের কার্যকলাপ এবং আচার আচরনের উপরে ভিত্তি করে। একটা কথা আছেঃ কেউ দেখে শিখে আবার কেউ ঠেকে শিখে! যারা প্র্যাক্টিক্যালি প্রেম করেন এবং উপরের অসামাজিক কার্যকলাপ সাধন করেন আপনারা সেই ব্যাপার গুলো ঠেকে শিখেছেন। আমি যদিও এই সব ব্যাপার গুলোর একেবারে ঘোরতর বিরোধী নই আবার একেবারে পক্ষেও নই।
আমি নির্দলীয় নির্ভেজাল মানুষ। চেষ্টা করি যতটুকু খারাপ বর্জন করা যায় ততই মঙ্গলজনক, কিন্তু মানুষ মাত্রই ভুল করে এজন্য বললাম - যতটুকু খারাপ বর্জন করা যায় ততটুকুই মঙ্গল।
বর্তমান জামানায় সবাই উপরি পাওনা চায়, এজন্যই বুঝি Abortion এবং Pregnancy এর হারটা একটু বেশিই। এখানে এই সব নিয়ে প্যাচাল পাড়লে আপনাদের অনেকের কাছেই দৃষ্টিকটূ মনে হবে, অনেকেই বলবেন আমি ফেসবুকের পরিবেশ দূষিত করছি। অনেকেই আবার ইনবক্স করে বলবেন এইসব কথা ফেসবুকে না বললেই নয় ? তবে বলুন তো ঠিক কোথায় এই কথা গুলো বললে আপনাদের মনপূত হবে ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।