সময় বদলায়, মানুষ বদলাই, হয়ে যায় ভীসন রকম হিসেবী, শুধু আমি পারি না। শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক দেশের প্রথম ওয়েবসাইট এডু আইকন ডট কম (পূর্বের VarsityAdmission.COM) ঘরে বসেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিয়ে এসেছে। এই অ্যাডমিশন সেন্টার-এর মাধ্যমে শিক্ষার্থী খুব সহজে মোবাইল বা অনলাইনের মাধ্যমে সরাসরি তার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে৷ ভর্তির জন্য অনলাইনে অথবা মোবাইল ফোনের এসএমএস করে তার শিক্ষাগত যোগ্যতাসহ 16242 নাম্বারে আবেদন করবে৷ আবেদন করা মাত্রই একটি অ্যাপলিকেশন আইডি নাম্বার সে তার মোবাইলে পাবে। ভর্তির সকল যোগ্যতা যাচাই সাপেক্ষে তাকে একটি প্রাথমিক নিশ্চয়তাপত্র আবেদনকৃত মোবাইলে পাঠানো হবে। প্রাথমিক নিশ্চয়তাপত্র পেলে শিক্ষার্থী তার ভর্তির জন্য প্রতিষ্ঠান কতৃক নিধারিত ফি মোবাইল পেমেন্ট সিস্টেম বিকাশ-এর মাধ্যমে এডু আইকন অ্যাডমিশন সেন্টারের নিধারিত মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট হিসেবে পাঠাবে৷ বিকাশ-এর মাধ্যমে শিক্ষার্থী তার পাঠানো টাকার তথ্য ও অ্যাপলিকেশন আইডি নাম্বারসহ 16242 নাম্বারে এসএমএস করে অথবা অনলাইনে জানাবে৷ পাঠানো টাকা বিকাশ অ্যাকাউন্টে জমা হলে শিক্ষার্থী ভর্তির নিশ্চয়তাপত্র এসএমএস তার আবেদনকৃত মোবাইলে পাবে৷ এই নিশ্চয়তাপত্র এসএমএস সহ শিক্ষা প্রতিষ্ঠানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিধারিত স্থানে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে৷ এই পদ্ধতিতে আবেদনের জন্য শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে নিধারিত আবেদন ফি এর বাইরে কোন অতিরিক্ত সার্ভিস চার্জ প্রদান করতে হবে না। উপরন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হলে শিক্ষা প্রতিষ্ঠান হতে বিভিন্ন মেয়াদে স্কলারশিপ, টিউশন ফিতে ছাড়সহ নানা ধরণের উপহার সামগ্রি পাবে। এডু আইকন অ্যাডমিশন সেন্টার সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.eduicon.com/a এই লিঙ্ক হতে অথবা ০১৭৫০১৮১৮৭৬ এই নাম্বারে ফোন করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।