কেবলি জানতে পারলাম যে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারি একান্ত সচিব ওমর ফারুক তালুকদার এবং তার স্ত্রী মারজিয়া ফারজানার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক!!!?
খবরটি দেখে না হেসে পারলাম না। চোরের অভিযোগে সারাদেশ যখন রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তর দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তখন এই সব চুনো পুঠির একাউন্ট ঘটনা ঘটার চারদিন পর জব্দ করে কি লাভ?
সরকারের হাস্যকর নিল্জ্জ কাজ-কর্ম দেখে জনগণ বিস্মিত!
গাড়ির ড্রাইভার কে কি গুপ্ত হত্যার স্বিকার হতে হয়েছে কিনা তাও জনগনের মনে জাগছে?
কেন ড্রাইভারকে মিডিয়ায় হাজির করা হল না?
পাঁচ কোটি টাকা দিয়ে রেলমন্ত্রীর ছেলে নতুন টেলি কোম্পানি দেওয়ায় কি প্রমান হয়?
জিএম ইউসুফ আলীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, রেলমন্ত্রী বলেছেন রাত ১১টায় তাঁর বাসায় যাওয়ার সুযোগ নেই। তাহলে আপনি কেন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারের সঙ্গে গিয়েছিলেন?
এমন প্রশ্নের জবাবে ইউসুফ আলী মৃধা বলেন, ‘মন্ত্রীর বাসায় কারও মাধ্যমে যেতে হয়। তাই আমি মন্ত্রীর এপিএস ফারুকের সঙ্গে গিয়েছিলাম।
আমি গত জোট সরকারের আমলে বেশ কয়েকজন মন্ত্রীর বাসায় গিয়ে ছিলাম একা , কাউকে দরকার হয়নি।
মন্ত্রীদের বাসার ডোয়িং রুমে অনেক লোকই আমার মত কাজ করতে গিয়ে ছিল তাই এই সব ফাউল কথা কেউ খাবেনা।
বাবু সুরঞ্জিত রাজনীতিতে অনেক ঝানু সে কথা আমরা ভাল করেই জানি। তবে তিনিযে নিদোষ নয় তা জাতি বুঝতে পারছে। অবাক কাণ্ড আওমিলীগের কথাবাজ নেতা মন্ত্রীরা এই ইস্যুতে মুখে কুলুপ এটে বসে আছে। ভাবখানা তারা ভাজা মাছটি যেন উল্টে খেতে পারেনা।
মিডিয়াও চুপ অথচ বেগম জিয়ার দল এবং তার পুত্রদের কর্ম নিয়ে এখনও তটস্থ নিরপেক্ষতার নাম নিয়ে চলা মিডিয়া হাউজ গুলো।
চপল বালিকাখ্যাত আমাদের প্রধান মন্ত্রীও এই ব্যাপারে ভয়ঙ্কর রকম নিরবতা দেখাচ্ছে! দেশের এত বড় ইস্যুতে তার কোন বয়ান না থাকাটাই প্রমান করেয়ে বাবু সত্যি ধরা খেয়েছেন।
সুবোধ বালক সেজে আর কত দিন থাকবেন বাবু?
আপনি সংবিধান থেকে আল্লার নাম কেটে মুসলমানদের অপমান করে ছিলেন। এই জন্য আপনাকে আল্লাহ চরম অপমান করে দিল। আজ সারাদেশের আবাল বৃদ্ধ বনিতারা বলছে চোর চোর..... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।