আমাদের কথা খুঁজে নিন

   

কবে যাব চুয়েটে? কবে হবে ক্লাস শুরু?

অনেক স্বপ্ন , অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলাম স্বপ্নের চুয়েটে। একদিন নোটিশও পেয়ে গেলাম অরিয়েন্টেশনের, সাথে ক্লাস শুরুরও। ভেবেছিলাম, যাক! এই বোরিং লাইফ থেকে একটু রেহাই পেলাম! অ্যাটলিস্ট ক্লাস শুরু হচ্ছে! নতুন অনেক বন্ধু হবে, অনেক বড় ভাইয়া, আপুদের সাথে পরিচয় হবে, একসাথে সবাই ক্যাম্পাসে জম্পেশ আড্ডা দিব। নতুন গিটারও বাজানো শিখেছি, গানও তুলেছি কয়েকটা, একসাথে মিশে যাব সবাই। পড়াশোনাও চলবে টুকটাক, লাইফ নিয়ে অনেক কিছু ভাববো, অনেক কিছু করার আছে , ফটোগ্রাফি নিয়ে কাজ করব, আরও কত কি! কিন্তু এরই মধ্যে আবার পেলাম ক্লাস পোষ্টপনডের নোটিশ!! নিজেকে বোঝলাম, হয়তো কোন প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে, অল্প কয়েকটা দিনই তো। কিন্তু প্রায় একমাস হতে চলেছে , এখনো ক্লাস শুরুর কোন নোটিশই পেলাম না! আমার অনেক ক্লাসমেট, যারা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছিল, তাদের প্রায় ২ টা সেমিস্টার শেষ! প্রাইভেট বলছি কেন! খোদ সরকারী ভার্সিটিতেও কত আগে ক্লাস শুরু হয়েছে! মেডিকেলের ক্লাস শুরু হয়েছে জানুয়ারীর প্রথম দিকেই! জাহাঙ্গীরনগর , ঢাকা ভার্সিটি, কুয়েট, রুয়েট, সাসট , সহ আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিস্টার শেষের পথে।আর আমাদের এখন পর্যন্ত ক্লাসই শুরু হল না! ক্লাস শুরু কি! ক্লাস শুরুর নোটিশই দিল না! আমি হতাশ! আমি অতসব রাজনীতি, ভিসি আন্দোলন বুঝি না, আমি শুধু বুঝি , আমি পিছিয়ে যাচ্ছি। ৪ বছরের কোর্স শেষ করতে যদি জীবন- যৌবন সব শেষ হয়, তবে এর দায়ভার কে নেবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।