আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষণ-প্রতিরোধী অন্তর্বাস!

ডিসেম্বর মাসে নতুন দিল্লীতে গণধর্ষণের শিকার হয়ে একজন মহিলা মারা যান। সংবাদভিত্তিক ওয়েবসাইট দি ডেইলি বিস্ট জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি থেকে মেয়েদের আত্মরক্ষার জন্য সম্প্রতি ‘এসআরএম ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র তিন জন প্রকৌশলী তৈরি করেছেন এক বিশেষ ধরণের অন্তর্বাস। সেন্সর এবং ইলেকট্রিক সার্কিট বোর্ড যুক্ত এই অন্তর্বাসের সেন্সরে এমন পরিস্থিতি ধরা পড়লে, আক্রমণকারীকে প্রায় ৩,৮০০ কিলোভোল্ট বৈদ্যুতিক শক দিতে সক্ষম। প্রয়োজনে এটি প্রায় ৮২ বার শক দিতে সক্ষম। কিন্তু ভেতরের অংশে বিদ্যুৎ প্রতিরোধী পলিমার থাকার কারণে, পরিধানকারীর আহত হবার আশঙ্কা থাকে না। এমনকি আক্রমণের শিকার হলে, স্বয়ংক্রিয়ভাবেই এটি পরিবার বা নিকটস্থ পুলিশ স্টেশনে এসএমএস করবে। সেই সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেম সংযুক্ত থাকায় ঘটনার অবস্থানও জানিয়ে দেবে এটি। সোসাইটি হানেসিং ইকুইপমেন্ট নামে এই প্রকল্প সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ইনিশিয়েটিভ ফর সাস্টেনেবোল টেকনোলজিস অ্যান্ড ইন্সটিটিউশন থেকে ‘গান্ধিয়ান ইয়ং টেকনোলজি ইনভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ধর্ষণ-প্রতিরোধী অন্তর্বাস!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।