যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি... যত দিন তামিম-সাকিব খেলবে না তত দিন তার দল হারতে থাকুক তাই আমি চাই। চেয়েছিলাম সাকিব দুই ম্যাচ খেলেনি ওগুলো হারুক। হেরেছে। সাকিব যে গুলা খেলেছে চেয়েছিলাম সাকিব ভালো করুক তাও করেছে। চেয়েছি তামিম যত ম্যাচ খেলবে না তত ম্যাচ তার দল হারুক।
প্রথম দুটি তামিম ছাড়াও জিতেছে কিন্তু ৩য়টি হেরেছে। একটা তো হারলো। আজকে আরেক ম্যাচ। তামিম নেই, সো তাদের হারা উচিত। আমার সাথে আপনারা কে সাপোর্ট দিবেন?
কাল সাকিব আল হাসান গম্ভীরের মুখে জুতা মেরে দেখিয়েছে বাংলাদেশের খেলোয়াড় হয়েও কি করতে পারে আর এটা বিশ্বকে দেখিয়েছে সাকিব বিশ্বের অলরাউন্ডার এমনিতেই হয়নি।
এখন পালা তামিম এর। বাংলাদেশের সেরা ওপেনাকে প্রমাণ করতে হবে সে আসলেই ভালো খেলে কিন্তু তাকে তো দলে নিতে হবে। দেখা যাক সময় বলে দেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।