‘‘বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেলো হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষন ভালো থেকো............। ‘‘
... কালবৈশাখির দমকা হাওয়ায় উড়ে গেছে পরিপাটি সব। আড়ষ্ট, জুবুথুবু মন এই রোদেলা দিনেও। এখনও অনেকটাই নিস্তেজ পড়ে আাছি বিছানায়।
বাইরে উৎসবের রাশ উৎসব। ওই হিল্লোল যাত্রা কিন্তু আর আমায় টানছে না। কেবলই মুখ ভেঙচি কেটে শুষে নিচ্ছে অবশিষ্ট আত্মিক শক্তিটুকু। কিন্তু সব কিছু ছাপিয়ে যতক্ষণ প্রাণ আছে; শুণ্যে ধোঁয়ার কুন্ডুলি ছেড়ে হলেও ঠোঁটের কোণে এক চিলতে মেকি হাসি ছড়িয়ে গাইতেই হবে বর্ষবন্দনা।
বেহেসেবি খাতা নিয়ে নতুন করে রিক্ত হবার জন্য গাইতে হবে।
মহাপাপের ভয়ে আড়ষ্ট হতে হতে ময়দানে থাকতে হবে নতুন ক্রিড়ায় ফের গোল খেতে। তাই অহেতুক গোল করে কোনো ফায়দা নেই। তারচেয়ে অন্তর্জালে ছড়িয়ে দেয়া যাক শুভ কামনার অনিঃশেষ কথামালা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।