আমাদের কথা খুঁজে নিন

   

এ পি এস হবার জন্য বৈশাখি প্রার্থনা

হে মাবুদ, হে পরওয়ারদেগার হে বিশ্বপালক, এই বৈশাখে আমার আর্জি কবুল করো। আমাকে এই বাংলায় একজন এ পি এস বানিয়ে দাও হে বিধাতা। আমি কথা দিচ্ছি, এ পর্যন্ত আমার য্ত দুখ-তাপ সব মুছে দিতে আমি দুহাতে কামাতে চাই কোটি কোটি টাকা। সাবাড় করতে চাই সবকিছু, এমন কি মানুষের চোখ ফাঁকি দিয়ে পাচার করতে চাই ডলার, পাউন্ড ইউরো..... রিয়াল নিয়ে বেশি ভাবনা নেই আমার। দাম পড়ে যাবার পর ইয়েন নিয়েও ভাবছি না বেশি। আমাকে কোনো মন্ত্রীর এ পি এস করে দাও মাবুদ অন্ততঃ কোনো এমপির তলপিবাহক হলেও চলে যাবে আমার জীবন। আখের গুছিয়ে নিতে প্রাক্তন হাওয়া ভবনের পাশে গড়ে তুলতে চাই - পরি ভবন। আমাকে তৌফিক দাও প্রভু আমাকে কোনো ক্ষমতাসিনের এ পি এস বানিয়ে দাও কবুল করো কবুল করো কবুল করো হে পরওয়ারদেগার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।