আমাদের কথা খুঁজে নিন

   

সেই সাকিবই জেতালেন কলকাতাকে (ম্যাচ রিপোর্ট)

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল খবর পড়ুন এখানে আরো পড়ুন >> সাকিব এলেন, দেখলেন এবং ম্যাচ জেতালেন প্রথম দু ম্যাচ তাকে নেয়াই হয়নি। পরের ম্যাচে খেলেছিলেন বটে কিন্তু সুযোগ পাননি। আজ সুযোগ পেয়ে বোলিংয়ে ৩ উইকেট এবং ব্যাটে ১৬ রান করে রাজস্থান রয্যালসের সাথে কলকাতা নাইটা রাইডার্সকে ৫ উইকেটে জয় এনে দেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। টসে জিতে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালসের দুই ওপেনার বেশ সামলে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলারদের। আগের ম্যাচের নায়ক বালাজি এবং ক্যালিসকে সরিয়ে পঞ্চম ওভারে সুনীল নারাইনকে আক্রমনে এনেছিলেন অধিনায়ক গম্ভীর।

কিন্তু তিনিও জুটি ভাঙ্গতে পারেননি। ৬ষ্ঠ ওভারে আক্রমনে এসেই প্রথম বলেই ১৬ বলে ১৯ রান করা রাহানকে উইকেট কিপার বিসলার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান প্রথম দুই ম্যাচ সুযোগ না পাওয়া সাকিব আল হাসান। ৪৫ রানে প্রথম উইকেট পড়ল রাজস্থানের। ৫৮ রানে দ্বিতীয় উইকেটটি অবশ্য রান আউটের খড়কে। দলীয় ৪৯ রানে আবার আঘাত হানলেন সাকিব।

এবার শিকার রাহুল দ্রাবিড়। ফ্লাইটে দ্রাবিড়কে শর্ট কাভারে ফিল্ডার তিওয়ারির কাছে ক্যাচ দিতে বাধ্য করলেন। দ্রাবিড় করলেন ২৭ বলে ২৮ রান। চতুর্থ উইকেটে ওয়াইজ শাহ এবং গোস্বামী মিলে গড়লেন ৫৯ রানের জুটি। এবারও কলকাতার ত্রাতা সাকিব আল হাসান।

অফস্ট্যাম্পের বাইরের বল সুইপ খেলতে গিয়েছিলেন গোস্বামী ব্যাটে ঠিকমত হয়নি, শর্ট মিড উইকেটে ২২ বলে ২৪ করা গোস্বামীর ক্যাচ ধরেছেন বালাজি। ৪ ওভার শেষে সাকিবরে বোলিং ফিগার ৪-০-১৭-৩। এরপর ৩৩ বলে ৩১ রান করা ওয়াইজ শাহকে স্ট্যম্পিংয়ের ফাঁদে ফেলেন নারাইন। ২০ ওভার শেষে রাজস্থান ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান করে। ছোট রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কলকাতার ওপেনার খুব বেশী এগুতে পারলেন না।

দলীয় ২২ রানে অধিনায়ক গৌতম গম্ভীরকে রান আউট করে ফিরিয়ে দেন রাহুল দ্রাবিড়। রান কম বলেই কিনা জ্যাক ক্যালিস অন্য প্রান্তে বেশ ধীরগতির ছিলেন। স্বদেশী বোথার বলে ৩৮ বলে ৩১ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ক্যালিস। এরপর দলীয় ৯৪ রানে বিসলা এবং ১০৮ রানে তিওয়ারির বিদায়ের পর কিছুটা প্রতিদ্বন্দীতার ইংগিত দেখা গিয়েছিল। তিওয়ারি ১৮ বলে ২৪ রান করেন।

শেষ দিকে যখন ১২ বলে ১৫ দরকার তখন সাকিব আল হাসানের একটি বিশাল ছয় কলকাতাকে চাপ মুক্ত করে। সাকিবের ১০ বলে ১৬ রান এবং রায়ানের ৩ বলে ৭ রানে চার বল বাকি থাকতেই ১৩৭ রান তুলে ৫ উইকেটের জয় পায় কলকাতা। সংক্ষিপ্ত স্কোরঃ রাজস্থান রয্যালসঃ ১৩১/৫ (দ্রাবিড় ২৮,ওয়াইজ শাহ ৩১,গোস্বামী ২৪,রাহান ১৯) সাকিব ১৭/৩ কলকাতা নাইট রাইডার্সঃ ১৩৭/৫ (ক্যালিস ৩১, বিসলা ২৯, তিওয়ারি ২৪, সাকিব ১৬)ম্যানেরিয়া ৩/১ ম্যান অফ দ্যা ম্যাচঃ সাকিব আল হাসান মূল খবর পড়ুন এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।