আমাদের কথা খুঁজে নিন

   

এই পোস্টের কোন শিরোনাম নাই

জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... বিলাই সবসময় আমার প্রিয় একটা প্রানী। মাঝে মাঝে রাগ করে বউকে কিলাইতে না পারলেও বিলাইকে কিন্তু ঠিকই কিলানো যায়। আমার জানামতে এখন পর্যন্ত কোন বিলাই কিলাই এর শিকার হয়ে কোন ধরনের মামলা-মোকদ্দমা করে নাই। সবাই সাদা বিলাই লাইক করলেও আমার কেনো যেনো কালা বিলাই পছন্দ। হয়তোবা আমার সাথে ওদের গায়ের রংয়ের মিল আছে। যারা এখনো আমাকে দেখেন নাই এই পোস্টের শেষ ছবিটাতে দেখতে পারেন(চামে চামে কিছু পাবলিসিটি করলাম। কিছু কালো বিড়ালের ছবি দিলাম। গা চমকাইলে আমার কুনো দুষ নাই। ইয়ে মানে এই ছবিটা কেমনে কালো বিলাই ক্যাটাগরিতে আইসা পড়লো ঠিক সিউর না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।