আমাদের কথা খুঁজে নিন

   

এসো হে বৈশাখ

ভালবাস সবাই ভালবাসাকে বৈশাখী উৎসব বাঙালিদের সর্বপ্রধান সামাজিক উৎসব। এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে কৃষিনির্ভর বাংলাদেশের সব ধর্মের মানুষ মেতে ওঠে নতুন আশায়, নতুন আকাক্সক্ষায়। সব ধর্মের মানুষের মেলামেশার ক্ষেত্রে এই বৈশাখী উৎসবের মতো আর কোনো উৎসব আছে কি না জানি না। সম্ভবত বৈশাখী উৎসব বাঙালি ঐতিহ্যের মূল শেকড় বিধায় সেই শেকড়ের টানে আমরা সবাই ধর্ম-গোত্র-বর্ণের ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নিই। এটিই বাঙালির ধর্মনিরপেক্ষতার উৎকৃষ্ট উদাহরণ। ধ্র�পদ, খেয়াল, আদি পাঞ্জাবি টম্পা, ঠুমরী, দাদরা, বেদগান, নিধুবাবুর টম্পা, রজনী কান্ত, ডি এল রায়, অতুল প্রসাদ, যাত্রা গান, লেটো গান, ধ্র�পদাঙ্গের রবীন্দ্রসঙ্গীত, রাগাশ্রয়ী, নজরুলসঙ্গীত, নীল কণ্ঠ, অনন্ত লাল বন্দ্যোপধ্যায়ের গান, যাদুভট্টের গান প্রভৃতি দিয়ে শুরু হয় বর্ষবরণ। যে কথাটি বলে লেখা শেষ করতে চাই তা হলো আমাদের গর্বিত ঐতিহ্যের শান্ত সৌম্য রূপের সাথে জাতীয়তা বোধের প্রতিবাদী ধারার সুসমনি�ত রূপে বৈশাখী উৎসব প্রতি বছর আমাদের কাছে ঘুরে ঘুরে আসবে এটিই কাম্য। আমাদের ঐতিহ্য পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সঙ্গীত ভাষায় যদি বলি এসো হে বৈশাখ এসো এসো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।