https://www.facebook.com/touhidalam69
অনন্ত হিরার প্রথম সিনেমা ও আমার দেশের মাটি মুক্তি পাচ্ছে ১ জুন। সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, নূনা আফরোজ, তমা মির্জা ও শাকিল আহমেদ প্রমুখ।
এ বিষয়ে অনন্ত হিরা জানিয়েছেন, ‘২০১০ থেকেই আমরা সিনেমাটির গানের কাজ শুরু করি। প্রি-প্রোডাকশনের সমস্ত কাজ এবং গানের রেকর্ডিং শেষ করে শুটিং শুরু করি গত বছরের ২৫ মার্চ থেকে। আমরা শুটিং শুরু করি ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে।
ট্রেলার
অনন্ত হিরা আরো জানিয়েছেন, ‘আমরা এখন সিনেমাটির সমস্ত কাজ শেষ করে এনেছি। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। এখন এটি মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছি। আমরা একযোগে ২০টি হলে সিনেমাটি মুক্তি দেয়ার জন্য কাজ করে যাচ্ছি।
বড় সাধ জাগে
এর আগে ১৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড সিনেমাটিকে প্রদর্শনের জন্য আনকাট ছাড়পত্র দেয়।
তোমাকে ছেড়ে যাওয়া
সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী। গানগুলোতে কন্ঠ দিয়েছেন বারী সিদ্দীকী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, অদিতি মহসীন, রাজীব, বিউটি, মুনির ও লিজা।
অন্তরেরই কথা গুলো
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান ও সম্পাদনা করেছেন মুজিবুর রহমান দুলু। ছবিটি নিবেদন করছে ভাটফুল অডিও ভিজুয়াল। এর কারিগরি সহযোগিতা দিয়েছে দি রেইন পিকচার্স লিমিটেড।
অনন্ত হিরা বলেন, ‘এই সিনেমার স্লোগান দিয়েছি, প্রেমের ছবি গানের ছবি দেশের ছবি। গ্রামীণ পটভূমিতে সিনেমাটির গল্প গড়ে উঠেছে। সব মিলিয়ে স্বাধীনতার চেতনায় এটি একটি পুর্ণাঙ্গ চলচ্চিত্র উপহার দিতে চেয়েছি দর্শকদের।
ফেসবুকে "ও আমার দেশের মাটি" ছবিটির একটি ফ্যনপেজ খোলা হয়েছে।
আপডেট সব খবর জানার জন্য এই পেজের সাথেই থাকুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।