আমাদের কথা খুঁজে নিন

   

তোর জন্য তোকে ছাড়া

একলা লাগে বড্ড বেশি তোর জন্য তোকে ছাড়া কেমন জানি দিন কাটে যে পাগল পাগল ছন্নছাড়া তোকে ছাড়া রাত্রি বেলা রাত নামে না, রাত কাটে না উঠাস না তুই সকাল বেলা, তোরে ছাড়া ঘুম ভাঙ্গে না। তোরে ছাড়া চৈত্র রাতে আকাশেতে চাঁদ ওঠে না তুই না এলে বৈশাখেতে মেঘ ডাকে না ঝড় আসে না মেঘ গুড় গুড় আকাশ কালো, মেঘে মেঘে বজ্র ঘসে বৃষ্টি নামে না তোকে ছাড়া, মেঘের কোলে কান্না ভাসে। একাদশী চাঁদের রাতে জ্যোৎস্না লুকায় মেঘের কোলে অভিমানে চাঁদ যে লুকোয়, রাতের বেলায় তুই না এলে তুই থাকলে আকাশেতে পূর্ণিমারই চাঁদ যে হাসে আলো ছড়ায় রাতের বেলায়, মেঘ সরে যায় অবশেষে। সূর্যোদয়ের সকাল বেলায় রবি এসে মুখ চুমে যায় লাল টুকটুক ডিমের কুসুম সূর্যাস্তের বিকেল বেলায় সারাটা দিন তোরই আশে, মেঘ তারিয়ে আলো আসে পাশে যদি থাকিস রে তুই, সারাটা দিন সূর্য হাসে। থাকিস যদি মুখ লুকিয়ে মন খারাপের বাদলা দিনে কাদা মাখি একলা গায়ে পারবি কি তুই নিতে চিনে সারাটা দিন মেঘলা আকাশ, কান্না ঝরায় বৃষ্টি এসে হাত বাড়িয়ে তোকে না পাই, তুই যদি না থাকিস পাশে। সকাল দুপুর সন্ধ্যাবেলায়, রাতের বেলা তারার মেলায় সেকেন্ড, মিনিট ঘন্টা গুনি, হাত ঘড়িরই সময় কাঁটায় তোরে খুঁজি তোকেই বুঝি ছিলি যে তুই চোখের তারায় থাকিস পাশে, কিংবা দূরে; তোরই মাঝে হৃদয় হারায়। তোকে ছাড়া ছন্নছাড়া দিন কাটে না রাত কাটে না তুই থাকলে মনের ভেতর শুন্যতার ওই ভাব জাগে না কেমন জানি সময় কাটে পাগল পাগল ছন্নছাড়া একলা লাগে বড্ড বেশি তোর জন্য তোকে ছাড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।