আমাদের কথা খুঁজে নিন

   

ঝরে যাওয়ার চেয়ে ঝড়ে যাওয়া ভাল

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) উৎসর্গ শামসুদ্দিন আল মামুন আমার শ্রেষ্ঠ শিক্ষক; যিনি আমাকে, আমাদেরকে, শিখিয়েয়েছিলেন কিভাবে চিন্তা করতে হয় !!! আর যখন আমাদের ঝড়ে যাওয়ার দিন আসে আমার চুপচাপ হয়ে যাই যেন শাদা বরফ গলে যাচ্ছি নিঃশব্দে নিরর্থকতার আমাদের চোখে চাপা ভয় খেলা করে আমরা পরস্পরকে দেখি যেন এইমাত্র এলাম পৃথিবীতে যেন অভিজ্ঞতাহীন একদল শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে নৃশংসতম নরকে যেন আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে পারস্পরিক খুনোখুনিতে অশেষ পূণ্য অর্জন না করতে পারলে অথচ এতে শক্ত হয় আমাদের প্রতিপক্ষের হাত আর আমরা যত দুর্বল হই ওরা তত হেসে কুটিকুটি হয় নিজের অজান্তেই ওদের কাজ সহজ করে দিচ্ছি এভাবে আত্মহত্যা করে নিজেদের বিভক্ত করে অথচ তাকিয়ে দেখ বন্ধু আজ সভ্যতার সকল সড়কে বিদ্রোহের বাতাস ঝড় আসছে এই ঝড় মাঙ্গলিক অসহ্য উত্তাপের এই বোবা আর্তনাদ-দিনে এই ঝড় বিকল্পবিহীন সমস্ত সংকোচ ঝেড়ে আস্তাকুড়ে ফেলে আমাদের উঠে দাঁড়াবার দিন এসে গেছে ঝরে যাওয়ার চেয়ে ঝড়ে যাওয়া ভাল জেনে রেখো প্রিয়তম পাতাগুলো অপেক্ষায় অত্যন্ত কাতর নতুন মানুষের ইতিহাস লিখবে বলে আর কতোকাল আমরা তাদের আশায় আশায় রাখব !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।