আমাদের কথা খুঁজে নিন

   

কে এই ওমর ফারুক?

নামঃ ওমর ফারুক তালুকদার এলাইছ কানা ফারুক পড়াশোনাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভাগঃ সরকার ও রাজনীতি বিঙ্গান ব্যাচঃ ২৬ তম রাজনৈতিক পদঃ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি গ্রুপঃ প্রথমে মানিক গ্রুপ পরে কিলার গ্রুপ হলঃ মীর মশাররফ হোসেন হল স্বরনীয় কৃতিত্বঃ ২০০৩ সালে মাস্টার্স পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে বহিস্কার হন । মাস্টার্স পাশ করে প্রথমে কাওরান বাজারে একটি হোটেলে কর্মচারি হিসেবে কর্মজীবন শুরু করেন ।তার স্ত্রী চাকরি করতো সিটিসেল কাষ্টমার কেয়ারে ।এই সরকার ক্ষমতায় আসলে ,এপিএস হিসাবে নিয়োগ পাওয়ার আগেই তিনি রেলমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন ।প রে এপিএস পদে নিয়োগ পান । তিনবছরে চুরির টাকায় কিনেছেনঃ >মোহাম্মদপুরে শেখেরটেকে একটি ৫০ লাখ টাকার ফ্লাট >নিজের ব্যবহারের জন্য ৩৫ লাখ টাকার একটি গাড়ি >পরিবারের ব্যবহারের জন্য ৩০লাখ টাকার একটি গাড়ি >নেত্রকোনার পুকুর পাড়ে বেশ কিছু জমি https://www.facebook.com/fnewsbd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।