আমাদের কথা খুঁজে নিন

   

ভিসির Result Engineering এবং বুয়েট প্রসাশনের মিথ্যাচার

আপডেট পোস্ট Result Engineering সংক্রান্ত সমগ্র ব্যাপারটা বুঝার জন্য আগে নিচের পোস্টখানা পড়ুন। বুয়েটের ভিসির Result Engineering এর কলংকিত নমুনা দেখুন। ভিসির পদত্যাগ নয় কেন? বুয়েটের ভিসির রেজাল্ট সংক্রান্ত কেলেংকারী ফাঁস হওয়া এবং বুয়েটের বর্তমান পরিস্হিতি নিয়ে বুয়েট প্রশাসন থেকে একটা বিবৃতি এসেছে। সম্পূর্ণ বিবৃতি অনেকবড় হওয়ায় শুধু রেজিঃ সংক্রান্ত অংশটুকু তুলে ধরলাম। বিবৃতিতে দাবী করা হয়েছে, রেজিঃ সময়কালেই রেজিঃ সংক্রান্ত ভুলটি সংশোধন হয়েছে।

বুয়েটের রেজিষ্ট্রেশন সংক্রান্ত গত সেমিস্টারের ক্যালেন্ডার সুচি দেখুন উদাহরণ স্বরূপ। (তার আগের সেমিস্টারের ক্যালেন্ডারটা কারো কাছে থাকলে জানাবেন। ) রেজিষ্ট্রেশন শুরু হওয়ার পর থেকে মোটামোটি ১ মাস মতো সময় থাকে, এর মধ্যেই রেজিষ্ট্রেশন, বিলম্ব রেজিঃ, কোর্স এড, ড্রপ করতে হবে। অর্থাৎ ক্লাশ শেষ হওয়া কিংবা পরীক্ষার পরে কোনো অবস্হাতেই কোর্স বাতিল বা নতুন কোর্স যুক্ত করা সম্ভব নয়। কিন্তু ঐ ছাত্রটি ৯/০৭/২০১১ তারিখে অনুষ্ঠিত পরীক্ষাতে দিতে না পেরে ৩০/০৭/২০১১ তারিখে ভিসি ববারব আবেদন করে এবং ভিসি সেটা মঞ্জুরও করে।

এতো বড় একটা ঘটনা ঘটে গেল, আর বিশ্ববিদ্যালয় প্রসাশন থেকে বলা হচ্ছে, রেজিস্ট্রেশন চলাকালীন সময়েই এটি সংশোধন করা হয়েছে? কত বড় মিথ্যাচার!!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।