আমাদের কথা খুঁজে নিন

   

কি হবে এদেশের?

ঘৃণা পাকিপন্থি রাজাকারদের, ততোধিক ঘৃণা ভারতপন্থি দালালদের। ক'দিন আগে মাত্র ৪০ হাজার টাকা চিনতাইয়ের ঘটনায় ৬ জন বনী আদমকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন ৭০ লক্ষ টাকা সহ হাতে নাতে ধরার পরও দু'জন কে ছেড়ে দেয়া হলো। তদন্ত করার জন্য সুরঞ্জিত বাবু পি এস কে নিয়োগ দিলেন। যার বিরুদ্ধে ঘুস নেয়ার অভিযোগ সেই তাদেরকে দিয়েই হাস্যকর তদন্তের চেষ্টা।

কি হবে এদেশটার? গাল মুখ ভেংচিয়ে কথা বলার পন্ডিত সুরঞ্জিত বাবুদের ভন্ডামীর কোন বিচার কখনো কি এদেশের মানুষ দেখতে পাবে। নাকি অতীতের মত সরকারি প্রশাসন যন্ত্র গুলো কালো বেড়ালটিকে পালিয়ে থাকার ব্যাবস্থা করে দেবে। খুন করে এমপি শাওন বেঁচে গেল, ফেঁসে গেল তার ড্রাইভার। আরেক মন্ত্রীর ভাই নরসিংদীর মেয়র খুনের আসামী হবার পরেও জামিনে বেরিয়ে এসে দেশ বিদেশে ঘুরছে। সাগর রুনী হত্যার পর ৪৮ ঘন্টার ভেতর হত্যাকারীদের ধরা হবে ঘোষনা দেয়ার পর দুই মাস গত হয়েছে।

বিচারেরর কোন আশা নাই। সৌদী আরবের একজন কুটনীতিককে হত্যা করা হল। কিন্তু হত্যার কোন ক্লু বের হলনা। কি হবে এদেশের? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।