জীবনে যা দেখেছি, যা শিখেছি যা শিখছি তাই সবার সাথে শেয়ার করার অপপ্রচেষ্টা……সাথে বানানো কিছু গল্প। বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছরে ৪০ টি স্মরণীয় ঘটনার প্রত্যক্ষদর্শীদের কথা নিয়ে বিবিসি বাংলার বিশেষ আয়োজন। ২৬শে মার্চ ১৯৭১ সাল। পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ার পর তার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে বাঙালিরা। সূচনা হয় স্বাধীনতা যুদ্ধের। কিন্তু কী ঘটেছিল সেদিন? কীভাবে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ? প্রতক্ষ্যদর্শীর জবানীতে সেই কথা শুনুন প্রথম পর্বে ১৯৭১, ২৫শে মার্চ রাতের ভয়াবহ গণহত্যা 1. স্বাধীনতা যুদ্ধের সূচনা বৈদ্যনাথতলার আমবাগানে মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান 2. মুজিব নগর সরকার গঠন রমনা রেসকোর্সে লেফটেনান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার উপস্থিতিতে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন পাকিস্তানি বাহিনীর কমান্ডার লেফটেনান্ট জেনারেল নিয়াজি 3. বিজয় দিবস বিমানবন্দর থেকে রমনা রেসকোর্স পর্যন্ত কয়েক কিলোমটির পথ ছিল লোকে লোকারণ্য 4. শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন ভারতীয় সেনাদলের জমায়েত 5. ভারতের সামরিক বাহিনীর বিদায় সেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সময় শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী 6. ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মসজিদের কাছে নজরুল সমাধি 7. বিদ্রোহী কবির আগমন ১৯৭২ সালে শেখ মুজিবর রহমান দেশের সংবিধানে স্বাক্ষর করছেন বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্যরা 8. বাংলাদেশের নতুন সংবিধান শেখ মুজিবর রহমান লাহোরে ওআইসি সম্মেলনে যোগ দিতে গেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো (ডানে) তাঁকে অভ্যর্থনা জানান৻ 9. ওআইসি-তে বাংলাদেশের যোগদান ১৯৭৪য়ে বাংলাদেশের দুর্ভিক্ষের সময়কার চিত্র 10. ১৯৭৪ সালের দুর্ভিক্ষ শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন বাংলায় 11. জাতিসংঘে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন 12. সংবিধানের চতুর্থ সংশোধনী পরিবারের সদস্যদের সঙ্গে শেখ মুজিবুর রহমান 13. শেখ মুজিব হত্যা নিহত চার নেতা: (ঘড়ির কাঁটার গতিপথ অনুযায়ী) সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান, এম মনসুর আলী। 14. জেলখানায় হত্যাকান্ড খালেদ মোশাররফ 15. ৭ই নভেম্বরের অভ্যুত্থান ১৯৭৮ সালে ঢাকায় বক্সার আব্দুল হালিমের সঙ্গে ফটো সেশনে বিশ্ববন্দিত মুষ্টিযোদ্ধা মহম্মদ আলি 16. বাংলাদেশে মুষ্টিযোদ্ধা মহম্মদ আলি চট্টগ্রাম সার্কিট হাউজ 17. জিয়া হত্যা 18. জেনারেল এরশাদের ক্ষমতাগ্রহণ 19. গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠা 20. অমর একুশে বইমেলা 21. ইসলাম রাষ্ট্রধর্ম হল 22. শারমিন রীমা হত্যা 23. এরশাদের পতন 24. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 25. ১৯৯১-এর বিধ্বংসী ঘূর্ণিঝড় 26. বাংলাদেশে মোবাইল প্রযুক্তি 27. বাকের ভাইয়ের ফাঁসি 28. তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ 29. সুপারস্টার সালমান শাহ'র মৃত্যু 30. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর 31. প্রথম বেসরকারি টিভি চ্যানেল 32. বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি 33. রৌমারি সীমান্ত সংঘাত 34. একুশে অগাস্ট গ্রেনেড হামলা 35. শান্তিতে নোবেল জয় 36. ১১ই জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা 37. বিডিআর বিদ্রোহ 38. ঢাকায় শাহরুখ খান 39. বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন 40. যুদ্ধাপরাধের বিচার Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।