আমাদের কথা খুঁজে নিন

   

WHY GROW UPPP !!!! ফিরে আসুক ছেলেবেলার মোস্তফা ((Cadillacs And Dinosaurs))

এই গেমটির সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, যারা গেম খেলার জন্য পাগল, তারা এটার সম্পর্কে আমার থেকেও ভাল যানেন, আর যারা গেম খেলেন না, তারাও এটা নাম নিশ্চয়ই শুনেছেন? আমার বরাবরই গেমের প্রতি তেমন কোন মনযোগ ছিল না, কিন্তু আমি যখন ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন দেখতাম স্কুল ছুটি হবার পরে, কিছু ছাত্র দোকানে গিয়ে কিযেন একটি গেম খেলে, বাসা থেকে তারা টাকা নিয়ে আসতে টিফিন এর নাম করে, কিন্তু সে টাকা দিয়ে তারা গেম খেলত, আর তা ছিল একটি কয়েন ১টাকা, আমি মাঝে মাঝে গিয়ে দেখতাম, কিন্তু আমি নিজে কখনও খেলিনি। কিছু দিন আগে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিজে খেললাম দেখলাম না ভালই, তাই আজ সবার সাথে শেয়ার করলাম, তবে যারা এই গেমটি পছন্দ করতেন, আশা করি তাদের কাছে গেমটি আছে, তারপরও যদি কারো কাছে না থাকে তাহলে তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারে, গেমটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। গেম খেলার নিয়মঃ প্রথমে এখানে গিয়ে গেমটি নামিয়ে নিন । সাইজ বেশ ছোটই । মাত্র ৬ মেগা ।

তারপরে স্বাভাবিকভাবেই ইন্সটল করুন । তারপরে ডেক্সটপে আইকন থেকে গেমটি ওপেন করলে Kawaks 1.56 ওপেন হবে । সেখান থেকে ফাইল অপশনে যান অথবা ALT+L চাপুন । তারপরে প্রথম "Cadillacs and Dinosaurs" তে ডাবল ক্লিক করে ওপেন করুন । তারপরে আর কি !!! ছোটবেলায় ফিরে যাওয়া... কয়েন নেবার জন্য F3 আর খেলা শুরু করার জন্য F1 চাপতে হবে ।

আশা করি সমস্যা হবার কথা না । হ্যাপি ছোটবেলা...  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।