আমাদের কথা খুঁজে নিন

   

এক সেনগুপ্ত ,বস্তাভরা গুপ্ত টাকা এবং সাম্প্রতিক কিছু প্রসঙ্গ।

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক সেনগুপ্ত কে সবাই চেনেন। গুপ্তধন পাইয়া সেনগুপ্ত কত টাকার মালিক হইলো যে, তার পিএস এর ব্যক্তিগত টাকা বস্তাভরে টাকা আনা নেয়া করা লাগে? মানে তার পি এস ও অনেকগুপ্ত ধনের মালিক!!!! হঠাৎ করে এত গুপ্তধন সেনগুপ্তের ভান্ডারে আসলো কোথা থেকে? এটাতো ধরা খাইলো, কিন্তু লোক চক্ষুর আড়ালে আরো কত রাত্রিতে আরো কত বস্তাটাকা লইয়া পিএস রা ঘুরাঘুরি করেছে। কিছুদিন আগেও এলোক সম্পর্কে তার নেত্রী বলছিল ,"সে হলো গল্পের রাজা মিয়ার মত । " অনেক কাহিনী কইরা মন্ত্রী হইয়া যা কাহিনী না দেখাইলো। রেল মন্ত্রী হইলেও সাম্প্রদায়িক উগ্রতা, বিদ্বেষ ছড়ানোতে এ মন্ত্রীর জুড়ি নেই।

সাম্প্রতিক কালে সাতক্ষীরাতে একটা নাটক হয়েছে। যে নাটকে নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কটূক্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এক হিন্দু শিক্ষিকা এবং আরো ব্যক্তি। গ্রামবাসী এর প্রতিবাদ করেছে। দোষীদের বাড়ী পুঁড়েছে।

হিন্দুর বাড়ী ও পুড়েছে অন্য দোষীদের বাড়ীও পুড়েছে। রেইল মন্ত্রীর সাম্প্রদায়িকতা জেগে উঠেছে। সে বলল সংখ্যা লঘু নির্যাতন করা হয়েছে। সংখ্যালঘু যে সংখ্যাগুরুর ধর্মানুভূতি লইয়া টানা টানি করলো তা গুপ্তসেনের কাছে প্রকাশ পেলো না!!!! সে লেলিয়ে দিলো জগন্নাথ হলের ছাত্রদের । সাম্প্রদায়িকতা, সহিংসতা,উগ্রতা ছড়িয়ে প্রতিবাদ করার জন্য।

সংখ্যাগুরুদেরকে ভয় পাইয়ে দেয়ার জন্য। তারাও করলো অবরোধ, জ্বালাও , পোড়াও , ভাংচুর, আতংক সৃষ্টি আরো কত কি? রেইল মন্ত্রী গুপ্ত সেন খুশিতে গদ গদ হয়ে ছাত্রদের প্রশংসা করলো। অবশেষে ছাত্র জনতা ফুঁসে উঠলো, হাজার হাজার ছাত্র জনতা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ , মানব বন্ধন করলো। দোষীদের ফাঁসি দাবী করলো। সকল মিডিয়া আসলো।

ছবি তুললো। তথ্য নিলো মাগার এটা প্রকাশ করলো না। ইসলামী নিউজ সেন্সরড!!!!!!!!!!!!!! মিডিয়া ইসলাম বিদ্বেষীদের উচ্চিষ্ট ভোগ করে, তাই ইসলাম পক্ষের কোন নিউজ প্রকাশ করে। মিডিয়া প্রকাশ না করলেও সত্য আপনগুনে প্রকাশিত হয়। যেভাবে ১৫কোটি জনগনের কাছে সেনগুপ্তের বস্তাভরাটাকার খবর প্রকাশ পেয়েছে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।