.... 'Samsung Champ Deluxe DUOS' মোবাইলটা কিনলাম। আর দুই ঘন্টা পরে ফ্রেন্ড ফোন করে বলল ওর আঙ্কেল ইতালি থেকে গতকাল ওর জন্য Galaxy Y পাঠিয়েছে। কিন্তু ওর সেটা পছন্দ নয়, ও চাচ্ছে I Phone কিনতে। ওর চাচা কিছুদিন পরে পাঠিয়ে দেবে। আর ওর Galaxy Y টা সেল করতে চাচ্ছে।
কিন্তু বস সেটা কিনবো আমি, আর আমারটা সেল করে দেব।
আমি কিনেছি ৭,২৯০/- টাকা দিয়ে। যেহেতু আমি পাঁচ দিন ইউজ করেছি, সেহেতু ৭৯০/- টাকা লেস করে দিলাম, মানে দাম হল =৬৫০০।
বিশ্বাস করুন আর না ই করুন Galaxy Y কিনবো বলেই সেল করতে চাচ্ছি, এছাড়া অন্য কোন কারন নেই।
আগ্রহীরা জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।