আমাদের কথা খুঁজে নিন

   

'Samsung Champ Deluxe DUOS' সেল করবো, একেবারে নতুন।

.... 'Samsung Champ Deluxe DUOS' মোবাইলটা কিনলাম। আর দুই ঘন্টা পরে ফ্রেন্ড ফোন করে বলল ওর আঙ্কেল ইতালি থেকে গতকাল ওর জন্য Galaxy Y পাঠিয়েছে। কিন্তু ওর সেটা পছন্দ নয়, ও চাচ্ছে I Phone কিনতে। ওর চাচা কিছুদিন পরে পাঠিয়ে দেবে। আর ওর Galaxy Y টা সেল করতে চাচ্ছে।

কিন্তু বস সেটা কিনবো আমি, আর আমারটা সেল করে দেব। ‍ আমি কিনেছি ৭,২৯০/- টাকা দিয়ে। যেহেতু আমি পাঁচ দিন ইউজ করেছি, সেহেতু ৭৯০/- টাকা লেস করে দিলাম, মানে দাম হল =৬৫০০। বিশ্বাস করুন আর না ই করুন Galaxy Y কিনবো বলেই সেল করতে চাচ্ছি, এছাড়া অন্য কোন কারন নেই। আগ্রহীরা জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।