আমাদের কথা খুঁজে নিন

   

৮.৯ মাত্রার ভুমিকম্প হইছে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ৩১৫ কিলোমিটার দূরে ...আর আমাগো দেশে যেইটা হইছে এইটা হইলো ইন্দোনেশিয়া থেকে ভুমিকম্পের মিসকল!!!

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বুধবার দুপুরে। দুপর ২টা ৪৪ ও ৪৭ মিনিটে দুই দফায় এই কম্পন অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎস জানাতে না পারলেও কাছাকাছি সময়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ৩১৫ কিলোমিটার দূরে ৮ দশমিক ৮ মাত্রার প্রবল ভূকম্পনের খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএস। অন্যদিকে ভুমিকম্প অনুভূত হবার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানের বহুতল ভবন থেকে মানুষ জনকে বাইরে নেমে আসতে দেখা যায়। চট্টগ্রামেও ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।

সিটি মেয়র মঞ্জুর আলম নিজেও নেমে আসনে ভবনের বাইরে। চট্টগ্রামের জামালখানে আধুনিক একটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ( নিউজ সূত্রমতে ) ভূমিকম্প হলে পড়ুনঃ লা ইলাহা ইল্লা আন্তা সোব্‌হানাকা ইন্নি কুন্তু মিনাজ্জোয়ালেমিন। আল্লাহ সুবহানাহু তা'আলা আমাদের যাবতীয় গুনাহের কারনেই ভুমিকম্পের মতো আযাব গুলো পৃথিবীতে নাযিল করে দেন, যাতে আমরা সতর্ক হতে পারি। আল্লাহ বলছেন, ''(আসলে) আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আযাবের) নিদর্শনসমূহ পাঠায়'' (সূরা ইসরা ১৭:৫৯) অন্য আয়াতে আল্লাহ বলছেন, ''বল: আল্লাহ তাআলা তোমাদের উপর, তোমাদের উপর থেকে (আসমান থেকে) অথবা তোমাদের পায়ের নীচ থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল-উপদলে বিভক্ত করে একদলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম'' (সূরা আল আনআম : ৬৫) “বল: আল্লাহ তায়ালা তোমাদের উপর, তোমাদের উপর থেকে (আসমান থেকে) ” যার ব্যাখ্যা হলো, তীব্র শব্দ, পাথর অথবা ঝড়ো হাওয়া; “অথবা তোমাদের পায়ের নীচ থেকে আযাব পাঠাতে সক্ষম”, যার ব্যাখ্যা হলো, ভুমিকম্প এবং ভূমি ধ্বসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া।

) নিঃসন্দেহে বর্তমানে যেসকল ভূমিকম্পগুলো ঘটছে তা মহান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি যা দিয়ে তিনি তাঁর বান্দাহদের ভয় দেখিয়ে থাকেন। এই ভূমিকম্প এবং অন্যান্য সকল দূর্যোগগুলো সংগঠিত হওয়ার ফলে অনেক ক্ষতি হচ্ছে, অনেকে মারা যাচ্ছে এবং আহত হচ্ছে; এই দূর্যোগগুলো আসার কারণ হচ্ছে, শিরকী কার্যকলাপ(ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে মহান আল্লাহর অংশীদার বানানো) এবং মানুষের পাপ (মহান আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সে কাজগুলো করার কারণে)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।