প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আজ বুধবার দুপুরে তুরস্ক গিয়েছেন। বুধবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের আংকারার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। তুরস্কের সময়ে বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় তারা আংকারা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী এই সফরে আংকারার হোটেল শেরাটনে অবস্থান করবেন। তার সফরসঙ্গী হিসাবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। আহ! কি শান্তি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।