ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... টাইগার সাকিব খেললো তো K.K.R জিতলো!! অনেক নাটকের পর অনেকটা বাধ্য হয়েই সাকিব কে KKR দলে নিল কিন্তু দেখা গেলো পারলে ব্যাটিং এর সময় ১১ নম্বর এ নামায় আর বোলিং এ আনল সবার শেষে!! সাকিব এর চাপ কিছুটা ফুটে উঠলো ম্যাচে কিন্তু হলে কি হবে কোনঠাঁসা বাঘ যে আরও ভয়ঙ্কর শেষ কামড় আমাদের সাকিব এর ই!! দুইটা উইকেট পেল পেতে পারত তিনটা। সাকিব ম্যাজিক দেখুন: ১. আজকে সাকিব খেললো কোলকাতা ব্যাটিং ভালো করলো ২. সাকিব খেললো কোলকাতা ভালো বল করলো ৩. সাকিব খেললো কোলকাতা প্রথম ম্যাচ জিতলো ৪. সব থেকে বড় কথা সাকিব দুইটা উইকেট ও পাইল। বোলিং ফিগারঃ ৩-০-২১-২ বেচারা দুই ম্যাচ বসে থেকে কিছুটা নার্ভাস হয়ে গেছিল। তাই প্রথমে একটা ক্যাচ মিস করেছে। এটা যে কেউ করতে পারত। বিসলা ইজি স্টাম্পিং মিস না করলে উইকেট সংখ্যা ৩ টা হইত। মোদ্দা কথা, সাকিব খেলছে বিধায় কলকাতা জিতছে। দেখি গামবুট শালায় পরের ম্যাচে বাদ দেয় কিভাবে... ফেসবুক থেকে এই মাত্র একটা জোকস পাইলাম...তাই শেয়ার করলাম... হাসতে হাসতে শেষ.. ** ছাগলের তিন নম্বর বাচ্চা গম্ভীর হারা*জাদা পারলে নিজে বোলিং করে, তাও সাকিবরে বল দেয় না, বলদে নিজের নাক কাইটা হৈলেও সাকিবরে ক্যামেরার সামনে আইতে না দেওয়ার ফন্দি আঁটছে ... গোপন সূত্রে প্রকাশঃ গৌতম গাভী হিসেবেও পরিচিত এই খেলোয়ারের বউ সাকিবের বিশাল বড় ফ্যান, বউ বেচারা সাকিবের অটোগ্রাফ পেলে জীবন ধন্য হয়ে যেত,এমন বেফাঁস মন্তব্য করায় গম্ভীর ভীষন মনোক্ষুন্ন হন। তিনি জানেন সাকিবের এই ফ্যান তাকে একনজর দেখার জন্য ম্যাচের প্রথম বলটি থেকে সেট ম্যাক্স নামক জাদুর বাক্সে চোখমুখঠোঁট সব লাগাইয়া বসে আছে,তাই তাকে আগে ব্যাটিং আর বোলিং দিয়ে দীর্ঘ সময় ধরে ক্যামেরায় বীরত্ব দেখানোর সুযোগ দেবার প্রশ্নই আসে না। তবে নিয়ম রক্ষার জন্য একেবারে শেষে বল দিলেও টাইগার সাকিব আল হাসান দু দুটি উইকেট নিয়ে নেওয়াও ভীষন আপসেট এই ছাগসন্তান]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।