আজকের প্রথম আলোর খেলার পাতার একটা হেডলাইন হলো "রোহিত জেতালেন ডেকানকে"! কেমনে? রোহিত তো মুম্বাই ইন্ডিয়ান্সের!!! অনলাইন সংস্করণ থেকে ছবি টি সংগৃহীত। ছাগল কিছু খেলোয়ারের মতো প্রি-ডিটারমাইন্ড শট খেলতে গিয়েই তাদের এই অবস্থা! অথচ আমাদের সাকিব-তামীমকে নিয়ে ভারতীয়রা যা করছে তা নিয়ে কিছু একটা লিখতে পারলো না এখনো। সাকিবের মতো ইন-ফর্ম খেলোয়ারকে দলের বাইরে রেখে ম্যাচ হারার জন্য কলকাতার পত্রিকাগুলো যখন কেকেআরকে ধুয়ে ফেলছে তখন আমাদের ছেলেদের জন্য আমাদের পত্রিকাগুলোর কোনো কর্তব্য নাই ! গতকাল আমার এক ফ্রেন্ডের ফেসবুক স্ট্যাটাস ছিল এরকম--- "সাকিব সাকিব ডাক পাড়ি সাকিব মোদের কার বাড়ি? আয়রে সাকিব ঘরে আয় কেকেআর-এর ভাত কাকে খায়!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।