এই কবিতাটা ভালো, কারণ এটা আমার বন্ধুর লেখা ওই কবিতাটা ভালো, কারণ সে আমাদের সমর্থক এই কবিতাটা আরও ভালো, কারণ সে বান্ধবী আমার ওই কবিতাটা ভালো, কারণ ওটা আমার বসের লেখা এই কবিতাটা আরো ভালো, কারণ এটা আমার শিক্ষকের লেখা ওই কবিতটা ভালো, কারণ ওটা আমার ছোটভাইয়ের লেখা এই কবিতাটা চোখ বুঝে ভালো, কারণ এখন তিনি খুবই সাহিত্য সম্পাদক ওই কবিতাটা আরও ভালো, কারণ ওনি এখন প্রভাবশালী বড় ভাই এই কবিতাটা ভালো, কারণ তিনি আমার অফিস-সখা ওই কবিতাটা নি:ন্দেহে ভালো, কারণ সে বেকার এই কবিতাটাতো ভালো নিশ্চয়, কারণ এটা নিঃসঙ্গ প্রবাসী বন্ধুর ওই কবিতাটাতো ভালো হতেই হবে, কারণ তা যে গরীব লোকটার লেখা এই কবিতাটা ভীষণ সুন্দর, কারণ তা যে ওই অপূর্ব মেয়েটার লেখা ওই কবিতাটাকে খারাপ বলার সুযোগইতো নেই, কারণ ওর লেখা সবাই ভালো বলে আর এই কবিতাটাও ভালো, ভালো নিশ্চয়, কিন্ত তা বলা নিষেধ, কারণ এটা আমার লেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।